TRENDING:

‘সত্যিই ভালবাসি আমি’, কাকে ভালবাসেন ‘ফিদা’-র নায়িকা সঞ্জনা ?

Last Updated:

তিনি এখন টলিগঞ্জের নতুন সেনসেশন ৷ টলিপাড়ায় পাড়ার অলি-গলিতে কান পাতলে তাঁর নামই এখন শোনা যাচ্ছে যেন ৷ রূপ-গুণ দু’টোতেই দর্শকদের মজিয়ে দিয়েছেন যিনি, তিনি সঞ্জনা বন্দ্যোপাধ্যায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তিনি এখন টলিগঞ্জের নতুন সেনসেশন ৷ টলিপাড়ায় পাড়ার অলি-গলিতে কান পাতলে তাঁর নামই এখন শোনা যাচ্ছে যেন ৷ রূপ-গুণ দু’টোতেই দর্শকদের মজিয়ে দিয়েছেন যিনি, তিনি সঞ্জনা বন্দ্যোপাধ্যায় ৷ ‘ফিদা’ ছবি দিয়েই বড় পর্দার দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি ৷
advertisement

২১ জুলাই মুক্তি পাবে সঞ্জনার প্রথম ছবি ‘ফিডা’ ৷ এর আগে অবশ্য প্রচুর কমার্শিয়ালে কাজ করে ফেলেছেন তিনি ৷ ফলত ক্যামেরা তাঁর কাছে নতুন নয় ৷ এখন দেখার বড় পর্দায় কতটা সাবলীল অভিনয়ে মন জয় করতে পারেন তিনি ৷ যশ দাসগুপ্তর সঙ্গে জুটি বেঁধেছেন নায়িকা ৷ এসভিএফ প্রডাকশনের এই ছবি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু ৷ ছবিতে সঞ্জনার নাম হয়েছে খুশি ৷

advertisement

আরও পড়ুন: দীতিপ্রিয়ার সেই বাবা-ই এখন তার ছেলে !

সেই খুশির মুখেই এবার নিজের ভালবাসার কথা ৷ না সে ভালবাসা অবশ্য ইশান থুড়ি যশের প্রতি নয় ৷ সেটা তো অবশ্যই দেখা যাবে ৭৫ মিমি-র পর্দায় ৷ অন্য এক ভালবাসাও রয়েছে ২১ বছরের নায়িকার ৷ আর সেটা আর কেউ নয়, আমাদের এই শহর কলকাতা ৷ তিলোত্তমাকে বড়ই ভালবাসেন সঞ্জনা ৷ যদিও তিনি প্রবাসী বাঙালি ৷ বেড়ে ওঠা ওমানের মাসকটে ৷ কর্মসূত্রে আবার মাটির টানে বাঙলায় ফিরে আসা ৷ এখন সেই শহরকেই বড্ড ভালবেসে ফেলেছেন তিনি, সাম্প্রতিক ইন্সটা-পোস্টে তেমনটাই জানালেন ৷

advertisement

আরও পড়ুন: স্বস্তিকা যেখানেই যান সঙ্গে রাখেন শাঁখা, পলা, নোয়া...কেন ?

সেরা ভিডিও

আরও দেখুন
বানাবার ঝক্কি শেষ, নাড়ু এবার মিলছে বাজারেই! ১০ পিস নারকেল নাড়ুর দাম কত জানেন?
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘সত্যিই ভালবাসি আমি’, কাকে ভালবাসেন ‘ফিদা’-র নায়িকা সঞ্জনা ?