TRENDING:

দ্বিতীয়বারও মেয়ে ! ২৮ দিনের সদ্যজাতকে আছড়ে মারল বাবা

Last Updated:

দ্বিতীয়বারও মেয়েও হয়েছে ? রাগে ২৮ দিনের মেয়েকে আছাড় মেরে মারল বাবা ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ফিরোজাবাদের গান্ধি নগরে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ফিরোজাবাদ:  দ্বিতীয়বারও মেয়েও হয়েছে ? রাগে ২৮ দিনের মেয়েকে আছাড় মেরে মারল বাবা ৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ফিরোজাবাদের গান্ধি নগরে ৷ সদ্যজাতকে স্ত্রীর চোখের সামনেই নির্মম ভাবে হত্যা করে স্বামী ৷ বান্টি নামে অভিযুক্ত ব্যক্তিকে ৩০২ ধারায় গ্রেফতার করা হয়েছে ৷
advertisement

আরও পড়ুন: খাবারের লোভ দেখিয়ে দুই নাবালিকাকে ২ বছর ধরে লাগাতার ধর্ষণ

পুলিশ জানিয়েছে, মৃত কন্যা সন্তান ওই দম্পতির দ্বিতীয় কন্যাসন্তান ৷ বান্টি প্রথম থেকেই পুত্র সন্তান চেয়ে এসেছিলেন ৷ কিন্তু এবারও তার স্বপ্নপূরণ হয়নি ৷ এই নিয়ে তার স্ত্রীর সঙ্গে বচসাও হয় ৷ এরপর রাগের মাথায় ২৮ দিনের শিশুকে মায়েক কোল থেকে ছিনিয়ে আচাড় মেরে ফেলে দেয় ৷ সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় শিশুটির ৷

advertisement

আরও পড়ুন: লুকিয়ে ছাত্রীদের পোশাক পরিবর্তন দেখতে গিয়ে ধৃত শিক্ষক

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

বান্টির শ্বশুরের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে ৷ বান্টি পেশায় দিনমজুর ৷ দু’বছর আগে তার বিয়ে হয় ৷ তাদের দেড় বছরের একটি কন্যাসন্তান রয়েছে ৷

বাংলা খবর/ খবর/ক্রাইম/
দ্বিতীয়বারও মেয়ে ! ২৮ দিনের সদ্যজাতকে আছড়ে মারল বাবা