আরও পড়ুন: খাবারের লোভ দেখিয়ে দুই নাবালিকাকে ২ বছর ধরে লাগাতার ধর্ষণ
পুলিশ জানিয়েছে, মৃত কন্যা সন্তান ওই দম্পতির দ্বিতীয় কন্যাসন্তান ৷ বান্টি প্রথম থেকেই পুত্র সন্তান চেয়ে এসেছিলেন ৷ কিন্তু এবারও তার স্বপ্নপূরণ হয়নি ৷ এই নিয়ে তার স্ত্রীর সঙ্গে বচসাও হয় ৷ এরপর রাগের মাথায় ২৮ দিনের শিশুকে মায়েক কোল থেকে ছিনিয়ে আচাড় মেরে ফেলে দেয় ৷ সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় শিশুটির ৷
advertisement
আরও পড়ুন: লুকিয়ে ছাত্রীদের পোশাক পরিবর্তন দেখতে গিয়ে ধৃত শিক্ষক
বান্টির শ্বশুরের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে ৷ বান্টি পেশায় দিনমজুর ৷ দু’বছর আগে তার বিয়ে হয় ৷ তাদের দেড় বছরের একটি কন্যাসন্তান রয়েছে ৷
Location :
First Published :
August 09, 2018 2:31 PM IST
