TRENDING:

জোরকদমে চলছে সোনমের বিয়ের প্রস্তুতি, সঙ্গীতের অনুষ্ঠান কোরিওগ্রাফ করছেন ফারহা খান

Last Updated:

জোরকদমে চলছে সোনমের বিয়ের প্রস্তুতি, সঙ্গীতের অনুষ্ঠান কোরিওগ্রাফ করছেন ফারহা খান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জোরকদমে চলছে সোনম কাপুরের বিয়ের প্রস্তুতি! যখন গোটা বলিউড ভাবছে, কাপুর কন্যাকে কী উপহার দেওয়া যায় , তখন ছক্কা মারলেন কোরিওগ্রাফার ফারহা খান। সোনমের সঙ্গীতের অনুষ্ঠানে ডান্স কোরিওগ্রাফ করছেন তিনি। আর এটাই 'নীরজা'স্টারকে তাঁর বিয়ের উপহার।
advertisement

বিস্বস্ত সূত্রের থেকে জানা যায়, সোনম আর অর্জুন আহুজার বিয়েতে, সঙ্গীত-এর অনুষ্ঠানে ডান্স কোরিওগ্রাফের পুরো দায়িত্ব ফারহার। অনিল কাপুরের জুহুর বাংলোতে রিহার্সাল চলছে পুরোদমে। সোনমের জনপ্রিয় কিছু গান, যেমন 'বীরে দি ওয়েডিং'-এর টাইটেল ট্র্যাক, 'খুবসুরত'-এর 'আভি তো পার্টি শুরু হুই হ্যায়', 'প্রেম রতন ধন পায়েও'-র টাইটেল ট্র্যাকে ডান্স ফ্লোর কাঁপাবেন সোনমের বন্ধু,  দিদি-বোনেরা। এমনকী, একটি সিকোয়েন্সে নাচবেন খোদ সোনমও! তবে, সবথেকে সুন্দর মু্হূর্ত--একটি স্পেশাল ডান্স সিকোয়েন্সে দেখা মিলবে পাত্রীর বাবা-মা, অনিল আর সুনিতার।

advertisement

এখনও 'ডি ডে'-এর তারিখ নিশ্চিত করে বলেনি কপুর পরিবার। তবে, শোনা যাচ্ছে, ৭ থেকে ১০ মে-র মধ্যেই বিয়ে করছেন কপোত কপোতী। মুম্বই শহরের ভিড়ভাট্টার বাইরে, একটি পাঁচতারা হোটেলে আয়োজিত হবে বিয়ের অনুষ্ঠান।

'বীরে দি ওয়েডিং'-এর গান 'তারিফান'-এও সোনম কাপুরের ডান্স সিকোয়েন্স কোরিওগ্রাফ করেছেন ফারহা খান। ফারহা কে ধন্যবাদ জানিয়ে, গত সপ্তাহে ইন্সটাগ্রামে ফারহার সঙ্গে একটি ছবিও পোস্ট করেছিলেন সোনম।

বাংলা খবর/ খবর/বিনোদন/
জোরকদমে চলছে সোনমের বিয়ের প্রস্তুতি, সঙ্গীতের অনুষ্ঠান কোরিওগ্রাফ করছেন ফারহা খান