সূত্রের খবর ফেসবুক শুধুই এমএমএলের পেজই ডিলিট করেনি ৷ নির্বাচনে অংশগ্রহণকারী দলীয় প্রার্থীর ফেসবুক পেজও ডিলিট করেছে ৷ পাকিস্তানে আগামী ২৫ জুলাই নির্বাচন হবে ৷ এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানের নিষিদ্ধ হাফিজ সইদের দল জমাত-উদ-দাবা-র মত এমএমএল নিষিদ্ধ ৷ এর পরবর্তীকালে এমএমএল আল্লাহ-অ-আকবর তহরিক পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে ৷
advertisement
পাকিস্তানের সাধারণ নির্বাচনকে মাথায় রেখে ফেসবুক কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছে ৷ এছাড়াও স্থানীয় কর্তৃপক্ষ ফেসবুক পেজের ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছে ৷
ফেসবুকের সিইও মার্ক জুকরবার্গ সম্প্রতি জানিয়েছেন পাকিস্তান, ব্রাজিল, মেক্সিকো, ভারত সহ অন্যান্য দেশের আসন্ন নির্বাচনের দিকে নজর রাখবে ৷ এমএমএলের ফেসবুক ডিলিটই তার অন্যতম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ৷
advertisement
Location :
First Published :
July 15, 2018 4:50 PM IST