TRENDING:

চিনি ক্ষতি করছে আপনার যৌন জীবনেও

Last Updated:

মিষ্টি মানেই মধুরেণ সমাপয়েৎ নাও হতে পারে ...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : আপনার স্ত্রী কিম্বা বান্ধবী কি ইদানিং খুব খিটখিটে থাকে ৷ কিছুই কারণ বুঝতে পারছেন না ৷ হতেও পারে আপনাদের যৌনজীবনই আপনাদের সম্পর্কে চিড় ধরাচ্ছে ৷
advertisement

প্রতিটা মহিলারই নিজের মতো করে যৌনতা -র খিদে থাকে ৷ সেই জায়গাতে যদি গরমিল হয় তাহলেও বিপদের শুরু৷ আপনি নিজে কী ভেবে দেখেছেন যে আপনি আগে বিছানায় যেভাবে পারফরম্যান্স দিতেন এখন সেটা দেন কিনা ৷ যদি আপনার উত্তর না হয় তাহলে কিন্তু বুঝে নিন এটাই আপনার পার্টনারের মুড অফ থাকার কিন্তু এটাই ৷ যদি তাড়াতাড়ি এই বিষয়ে ব্যবস্থা না নেন তাহলে কিন্তু পরিস্থিতি আরও ক্ষতি হতে পারে ৷

advertisement

জানেন কি আপনার যৌনজীবনকে বড়সড় ক্ষতি করে দিয়ে যাচ্ছে চিনি ৷ অনেক পুরুষই আছেন যাঁরা অত্যন্ত বেশি মাত্রায় চিনি খান ৷ কিন্তু শুধু ব্লাড সুগারের ভয়েই চিনি কম খাওয়া উচিত তাই নয় ৷ চিনি কোনও ভাবেই আমাদের শরীরের বন্ধু নয় ৷ চা -কফি দিয়ে নিয়মিত চিনি আমাদের শরীরে যায় ৷ আবার জুস বা নরম পানীয়ও চিনি-র যোগান দেয় শরীরে ৷ অ্যালকোহল, সুগারের কোটিং দেওয়া খাবার, পেস্ট্রিও একইরকম ক্ষতি করে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

আর এই পরিমাণ চিনি আপনার যৌন ক্ষমতাকে দ্রুত হ্রাস করার দিকে এগিয়ে দেয় ৷ তাই এখন থেকেই সতর্ক হন আর দ্রুত কমিয়ে দিন চিনি খাওয়া ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
চিনি ক্ষতি করছে আপনার যৌন জীবনেও