মহম্মদ শামির বিরুদ্ধে হাসিনের নানা অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন হাসিনের প্রাক্তন স্বামী সৈফুদ্দিন ৷ শামিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন হাসিন, তা নিয়ে মন্তব্য করতে গিয়ে সৈফুদ্দিন জানান, ‘শামি কে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে হাসিনের কাছে প্রসঙ্গে হাসিনের প্রাক্তন স্বামী দেখ সৈফুদ্দিন জানান প্রকাশে কোনো জিনিসকে না এনে তা কোথাও বসে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া ভালো।’
advertisement
সৈফুদ্দিন আরও জানান, ‘হাসিনের সাথে আমার রেজিস্ট্রি করেই বিয়ে হয়েছিল, হাসিন শামির সাথে বিয়ের সময় কেনো তথ্য গোপন করেছিল সেটা হাসিন-ই জানে, তবে তথ্য গোপন করা উচিত নয়। অনেক কিছুই সামনে আসছে দেখছি।’
Location :
First Published :
March 18, 2018 6:31 PM IST