অভিযোগ, বিনোদ ভার্মার কাছে ১০০টির বেশি রাজেশ কুমার নামে বিজেপি মন্ত্রীর সেক্স টেপ রয়েছে ৷ যা দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকা তোলার চেষ্টা করছিলেন তিনি। তার বাড়ি থেকে প্রায় ৫০০টি সিডি বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷
শুক্রবার ছ’সদস্যের পুলিশ টিম গাজিয়াবাদে বিনোদ ভার্মার বাড়িতে হাজির হয় ৷ ছত্তিশগড় ও উত্তর প্রদেশ পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিনোদকে গ্রেফতার করে। লখনউ ডিজিপি দফতরের জনসংযোগ আধিকারিক রাহুল শ্রীবাস্তব জানিয়েছেন, বিনোদের বিরুদ্ধে রায়পুর জেলার পানদ্রি থানায় ৩৮৪ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে। বিনোদের কাছ থেকে পেন ড্রাইভ, সিডি, কিছু নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
advertisement
এ সপ্তাহের শুরুতে ওই মন্ত্রীর এক সহযোগীকে ফোন করে সিডির বিনিময়ে টাকা দাবি করেন। ছত্তিশগড় পুলিশের একটি দল দিল্লির এক দোকানে তল্লাশি চালিয়ে ওই সেক্স ভিডিওর ১০০০টা কপি উদ্ধার করে। সেই সূত্র ধরেই ভার্মার খোঁজ পায় পুলিশ ৷
