TRENDING:

ছবি মুক্তির আগেই বিতর্কে ‘জুলফিকর’, ফেসবুকে সোজাসাপটা সৃজিত

Last Updated:

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘জুলফিকর’ সম্প্রতি জড়িয়ে পড়ল বিতর্কে ৷ সংখ্যালঘু সম্প্রদ্বায়ের কিছু মানুষ আপত্তি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘জুলফিকর’ সম্প্রতি জড়িয়ে পড়ল বিতর্কে ৷ সংখ্যালঘু সম্প্রদ্বায়ের কিছু মানুষ আপত্তি তুললেন ছবির বিষয় ও ছবির শ্যুটিং এলাকা নিয়ে ৷ তাঁদের দাবি, সৃজিতের এই ছবি সংখ্যালঘু মানুষের ভুলভাবে তুলে ধরে ৷
advertisement

এই বিতর্কের জবাবে সৃজিত ফেসবুকে স্পষ্টই প্রতিবাদ জানান ৷ ফেসবুক পোস্টে সৃজিত লেখেন, ‘জুলফিকর ছবির ট্রেলার প্রকাশ হওয়ার পর থেকেই আমার এই ছবি নিয়ে বিতর্ক হচ্ছে ৷ কিছু মানুষ ছবি না দেখেই নানারকম মন্তব্য করছে ৷ ছবিতে আমি কোন সম্প্রদ্বায়কে বা কোনও এলাকাবাসীদের সমালোচনা করিনি ৷ বিচ্ছিন্নতাবাদের কথাও বলিনি ৷’

advertisement

সৃজিত স্পষ্টই জানিয়েছেন, তাঁর ‘জুলফিকর’ ছবি একটা সময়কে তুলে ধরছে ৷ আর যে ক্রিমিনাল অ্যাক্টিভিটির কথা রয়েছে ছবিতে সেটা পুরোপুরি পুলিশ রেকর্ড অনুযায়ী ৷ তাই ছবি নিয়ে কিছু মন্তব্য করার আগে ছবিটা দেখুন ৷

শেক্সপিয়রের ‘জুলিয়াস সিজার’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ‘জুলফিকর’ ৷ ছবির বেশিরভাগ শ্যুটিং হয়েছে কলকাতার বন্দর এলকায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

শুধু ‘জুলিয়াস সিজার’ নয়, তার সঙ্গে সৃতিত মুখোপাধ্যায় যোগ করেছেন কলকাতার অন্ধকার জগতকে ৷ এর আগে এই ধরণের ছবি তৈরি হয়নি টলিউডে ৷ স্বভাবতই, তাই ছবি নিয়ে কৌতুহলটা একটু বেশিই ৷ দেখে নিন ছবির ট্রেলার !

বাংলা খবর/ খবর/বিনোদন/
ছবি মুক্তির আগেই বিতর্কে ‘জুলফিকর’, ফেসবুকে সোজাসাপটা সৃজিত