TRENDING:

ফিল্মফেয়ারে কেন গিয়েছেন জুবিন গর্গ? সোশ্যাল মিডিয়ায় গায়ককে নিয়ে ফুঁসছে নেটিজেন

Last Updated:

অসমে ফিল্মফেয়ার ! বলিউডের তারকাদের নিয়ে ঝলমলে অনুষ্ঠান ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: অসমে ফিল্মফেয়ার ! বলিউডের তারকাদের নিয়ে ঝলমলে অনুষ্ঠান গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে ৷ গুয়াহাটিতে শনিবার হয়ে যাওয়া ফিল্মফেয়ার অনুষ্ঠান নিয়ে অসমের শিল্পীমহলের একাংশ তীব্র প্রতিবাদ করেন ৷ তাঁদের কথায়, CAA-এর প্রতিবাদ ভোলাতেই কী তারকার মেলা অসমে? এটা তো বিজেপি সরকারের এক ধরনের আই ওয়াশ !
advertisement

অন্যদিকে ফিল্মফেয়ার অনুষ্ঠানে CAA বিরোধী মুখ জনপ্রিয় জুবিন গর্গ যাওয়ায় নেটিজেনদের ক্ষোভের মুখে পড়লেন গায়ক ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেল জুবিন গর্গ ও মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের ছবি ৷ যেখানে দেখা গেল মুখ্যমন্ত্রীর সঙ্গে আলিঙ্গনরত অবস্থায় জুবিন গর্গ ৷ সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা প্রশ্ন তুলল, জুবিন কী তাহলে মদ্যপ ছিলেন? কেন তিনি ফিল্মফেয়ারে ? তাহলে CAA বিরোধিতায় যে গান বেঁধেছিলেন জুবিন তা কি মিথ্যে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জুবিনের এই ভাইরাল হওয়া ছবি তীব্র বেগে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া ৷ নেটিজেনরা রীতিমতো ফুঁসছে জুবিনের এই ছবি দেখে ৷ তবে জুবিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ফিল্মফেয়ারে আমি পারফর্ম করিনি ৷ অতিথি হিসেবে গিয়েছিলাম ৷ আমার মনে হয়, ওরা আমাদের অতিথি ৷ ওদের দেখভাল করাটাই আমাদের কর্তব্য, বিতর্ক করা নয় !’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ফিল্মফেয়ারে কেন গিয়েছেন জুবিন গর্গ? সোশ্যাল মিডিয়ায় গায়ককে নিয়ে ফুঁসছে নেটিজেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল