ইনস্টাগ্রামে মঙ্গলবার নিজের একটি ছবি পোস্ট করেন জায়রা ৷ সেখানে তাঁর মুখ অবশ্য দেখা যায়নি ৷ একটি ব্রিজের মধ্যে পিছন থেকে তোলা ছবিতে জায়রাকে দেখা যায় কালো বোরখা পরে ৷ ধর্মের টানে মাত্র ১৮ বছর বয়সেই অভিনয় কেরিয়ারে ইতি টেনেছেন জায়রা ওয়াসিম। ২০১৯ সালের ৩০ জুন সবাইকে অবাক করে দিয়েই ‘দঙ্গল’ (Dangal), ‘সিক্রেট সুপারস্টার’ (Secret Superstar)-এর নায়িকা জায়রা ঘোষণা করেন গ্ল্যামার দুনিয়ার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছেন তিনি। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির ক্যাপশনে জায়রা লিখেছেন, ‘ দ্য ওয়ার্ম অক্টোবর সান ৷ ’
advertisement
আরও পড়ুন- চুরি করতে গিয়ে কিছু না পেয়ে বাড়ির গেটই খুলে নিয়ে পালালো চোর ! দেখুন ভাইরাল ভিডিও
তাঁর শেষ ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ মুক্তি পাওয়ার আগেই বলিউডকে বিদায় জানান জায়রা ৷ সোশ্যাল মিডিয়া পোস্টে জায়রা সে সময় লিখেছিলেন, ‘‘আমি বুঝতে পেরেছি আমি বহু দিন ধরেই অন্য একজন হয়ে ওঠার চেষ্টা করে চলাচ্ছিলাম। আমি বুঝতে পেরেছি, যদিও আমি এখানে সুন্দর ভাবে ফিট হতে পারব কিন্তু এটা আমার জন্য নয়...। ’’
জায়রার পোস্ট অনুযায়ী, তিনি বেশ কয়েক বছর আগে যখন বলিউডে পা রেখেছিলেন, তখন তাঁর সামনে জনপ্রিয়তার বিশাল দরজা খুলে গিয়েছিল। তখন সবে তিনি ভালো ও মন্দের ফারাক বুঝতে শিখছেন। মানুষের সামনে তাঁকে রোল মডেল হিসাবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু এতকিছুর মাঝেও তিনি কাজ করে যাচ্ছিলেন। জায়রা লিখেছিলেন, ‘‘ক্রমাগত এই কাজ আমাকে আমার ধর্মবিশ্বাস থেকে দূরে ঠেলে দিচ্ছে। এত ছোট জীবনে এই বিশাল লড়াই আমি লড়তে পারব না। সেকারণেই এই সিদ্ধান্ত নিলাম।’’