TRENDING:

Zaira Wasim: বলিউডকে বিদায় জানানোর দু’বছর পর সোশ্যাল মিডিয়ায় প্রথম ছবি পোস্ট ‘সিক্রেট সুপারস্টার’ জায়রার

Last Updated:

Zaira Wasim shares her first picture after two years: ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির ক্যাপশনে জায়রা লিখেছেন, ‘ দ্য ওয়ার্ম অক্টোবর সান ৷ ’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: জায়রা ওয়াসিমকে (Zaira Wasim) মনে আছে ? ‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’-এর মতো বেশ কিছু ছবিতে দুর্দান্ত অভিনয় করে নজর কেড়েছিলেন ৷ কিন্তু ফারহান আখতার এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে  ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির পর আর তাঁকে সিনেমা বা ছোট পর্দাতেও দেখা যায়নি ৷ বলিউডকে আচমকাই আলবিদা জানান জায়রা ৷ এরপর দু’বছর কেটে গিয়েছে ৷ কোনওদিন কোনও ছবি বা অন্য কোনও কোথাও দেখা যায়নি জায়রাকে (Zaira Wasim posted her first photo on social media in two years.)
Photo: Instagram
Photo: Instagram
advertisement

ইনস্টাগ্রামে মঙ্গলবার নিজের একটি ছবি পোস্ট করেন জায়রা ৷ সেখানে তাঁর মুখ অবশ্য দেখা যায়নি ৷ একটি ব্রিজের মধ্যে পিছন থেকে তোলা ছবিতে জায়রাকে দেখা যায় কালো বোরখা পরে ৷  ধর্মের টানে মাত্র ১৮ বছর বয়সেই অভিনয় কেরিয়ারে ইতি টেনেছেন জায়রা ওয়াসিম। ২০১৯ সালের ৩০ জুন সবাইকে অবাক করে দিয়েই ‘দঙ্গল’ (Dangal), ‘সিক্রেট সুপারস্টার’ (Secret Superstar)-এর নায়িকা জায়রা ঘোষণা করেন গ্ল্যামার দুনিয়ার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছেন তিনি। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির ক্যাপশনে জায়রা লিখেছেন, ‘ দ্য ওয়ার্ম অক্টোবর সান ৷ ’

advertisement

আরও পড়ুন- চুরি করতে গিয়ে কিছু না পেয়ে বাড়ির গেটই খুলে নিয়ে পালালো চোর ! দেখুন ভাইরাল ভিডিও

তাঁর শেষ ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ মুক্তি পাওয়ার আগেই বলিউডকে বিদায় জানান জায়রা ৷ সোশ্যাল মিডিয়া পোস্টে জায়রা সে সময় লিখেছিলেন, ‘‘আমি বুঝতে পেরেছি আমি বহু দিন ধরেই অন্য একজন হয়ে ওঠার চেষ্টা করে চলাচ্ছিলাম। আমি বুঝতে পেরেছি, যদিও আমি এখানে সুন্দর ভাবে ফিট হতে পারব কিন্তু এটা আমার জন্য নয়...। ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জায়রার পোস্ট অনুযায়ী, তিনি বেশ কয়েক বছর আগে যখন বলিউডে পা রেখেছিলেন, তখন তাঁর সামনে জনপ্রিয়তার বিশাল দরজা খুলে গিয়েছিল। তখন সবে তিনি ভালো ও মন্দের ফারাক বুঝতে শিখছেন। মানুষের সামনে তাঁকে রোল মডেল হিসাবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু এতকিছুর মাঝেও তিনি কাজ করে যাচ্ছিলেন। জায়রা লিখেছিলেন, ‘‘ক্রমাগত এই কাজ আমাকে আমার ধর্মবিশ্বাস থেকে দূরে ঠেলে দিচ্ছে। এত ছোট জীবনে এই বিশাল লড়াই আমি লড়তে পারব না। সেকারণেই এই সিদ্ধান্ত নিলাম।’’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Zaira Wasim: বলিউডকে বিদায় জানানোর দু’বছর পর সোশ্যাল মিডিয়ায় প্রথম ছবি পোস্ট ‘সিক্রেট সুপারস্টার’ জায়রার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল