TRENDING:

Gauhar Khan|Mother's Day: 'মাদার্স ডে'-র দিন প্রকাশ্যে এল ছেলের প্রথম ছবি, দেখে নিন গওহর-এর একরত্তিকে

Last Updated:

Gauhar Khan|Mother's Day: মাদার্স ডে-র দিন সন্তানের প্রথম ছবি শেয়ার করলেন গওহরের স্বামী জায়েদ দরবার৷ ছবি ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: দিনকয়েক আগেই মা হয়েছেন বিগ বস ৭-এর বিজয়ী গওহর খান৷ অভিনেত্রীর কোল আলো করে এসেছে ফুটফুটে পুত্রসন্তান৷ একরত্তিকে একঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ মাদার্স ডে-র দিন সন্তানের প্রথম ছবি শেয়ার করলেন গওহরের স্বামী জায়েদ দরবার৷ ছবি ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায়৷
'মাদার্স ডে'-র দিন প্রকাশ্যে এল ছেলের প্রথম ছবি, দেখে নিন গওহর-এর একরত্তিকে
'মাদার্স ডে'-র দিন প্রকাশ্যে এল ছেলের প্রথম ছবি, দেখে নিন গওহর-এর একরত্তিকে
advertisement

ছবিতে দেখা যাচ্ছে জায়েদ তার ছেলের আঙুল ধরে আছেন। এখনও একরত্তির মুখ প্রকাশ্যে আনেননি জায়েদ৷ মাদার্স ডে-র দিন ছেলের ছবি শেয়ার করে স্ত্রী গওহরের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিয়েছেন জায়েদ৷ ইনস্টাগ্রামে ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন-আমার সবচেয়ে বড় আশীর্বাদ,আল্লাহুম্মাবারিকলাহু। আমি সর্বশক্তিমানের কাছে অত্যন্ত কৃতজ্ঞ, এটি সম্ভব করার জন্য, আমি আমার সুন্দরী এবং শক্তিশালী স্ত্রীর কাছে ঋণী যে আমাকে আমাদের লিল এঞ্জেলের কাছে একজন ড্যাড হওয়ার এই উপহারটি দেওয়ার জন্য। যারা সকল মাধ্যমে তাদের ভালবাসা এবং শুভেচ্ছা পাঠিয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ, আমরা প্রতিটি প্রার্থনার সত্যিই প্রশংসা করি। সকলের প্রতি অনেক ভালোবাসা, অনুগ্রহ করে পরিবার হিসেবে আমাদের আশীর্বাদ করতে থাকুন। পোস্টটি শেয়ার করতেই অন্যান্য সেলিব্রিটিরাও দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।

advertisement

আরও পড়ুন-আবারও কাছাকাছি! পুরোনো তিক্ততা ভুলে আলিয়ার কাছে ফিরলেন নওয়াজ, তারপর…

আরও পড়ুন-একাধিক পুরুষের শয্যাসঙ্গী!ড্যানিয়েলকে বিয়ে করতে নারাজ ছিলেন সানি লিওন, কারণটা কী?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০২০ সালে সুরকার ইসমাইল দরবারের ছেলে জায়েদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন গওহর খান৷ প্রায় সাত মাস প্রেম করার পর ঘর বাঁধেন নায়িকা৷ বছর শেষেই খুশির খবর দেন অভিনেত্রী৷ চলতি বছরের ১০ মে পুত্র সন্তানের মা হয়েছেন গওহর খান৷ অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন মডেলও বটে৷ মডেলিং দিয়েই কেরিয়ার শুরু করেন গওহর খান৷ ২০১৩ সালে বিগ বস ৭-এর বিজয়ী হয়েছিলেন গওহর খান৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Gauhar Khan|Mother's Day: 'মাদার্স ডে'-র দিন প্রকাশ্যে এল ছেলের প্রথম ছবি, দেখে নিন গওহর-এর একরত্তিকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল