সম্প্রতি ইয়োহানিকে আসতে দেখা গেল কপিল শর্মা শোতে। কপিল শর্মার কমেডি শোয়ের কথা নতুন করে বলার কিছু নেই। 'বাবাজি কা ঠুল্লু' থেকে এমন সফল হয়েছেন কপিল, যে বদলে গিয়েছে গোটা শোয়ের ভোল। শাহরুখ খান থেকে রেখা কে আসেননি এই শোয়ে। তবে এখানে কিন্তু খুব জটিল কিছু আলোচনা হয় না। তবে মজার ছলে একেবারে খাসা প্রশ্ন উত্তরের পর্ব থাকে। এই শোতে এসেই এবার মানিকে মাগে হিথে গাইলেন ইয়োহানি। গোলাপি পোশাকে গিটার বাজিয়ে গান গাইছেন ইয়োহানি। দর্শকের ভালবাসা ঝরে পড়ছে হাততালিতে।
advertisement
এই ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে কপিল শর্মা লেখেন, "লেডিস এবং জেন্টলম্যান ভাইরাল সেনশেসন ইয়োহানি আমাদের ঘরে এসে গিয়েছে।" এই পোস্ট দেখা মাত্র সকলেই জানতে চান কবে দেখা যাবে এই পর্বটি। যার উত্তরে কপিল পোস্টেই লিখেছেন, খুব শীঘ্রই আসছে ইয়োহানির এই গান। অতএব দেখতে হলে নজর রাখতে হবে 'দ্য কপিল শর্মা শো'-তে। এখানেই শেষ নয়, এই পোস্টে এসে কমেন্ট করেন ভাইরাল গায়িকা ইয়োহানি, " আপনাকে অনেক ধন্যবাদ। এই শোতে এসে আমি যে ভালবাসা পেয়েছি, তা আমার জন্য সব থেকে দামি। আমার কাছে অনেক কিছু।" আপাতত এই পোস্টে কমেন্ট করে ভাইরাল করে তুলেছেন নেটিজেনরা।