কেরিয়ারে ওঠানামা স্বাভাবিক বিষয়, তবে এবার হানি সিং যে স্বীকারোক্তি করেছেন, তা আঙুল তুলছে মাদক সেবনের অভ্যাসের দিকে। গায়ক বলছেন যে তিনি ২০১৪ সালেই মাদক ছেড়ে দিয়েছিলেন, কিন্তু সুস্থ হতে সময় লেগে গিয়েছে আরও ৮ বছর, মানে ২০২২ সাল পর্যন্ত তাঁর জীবন অস্থির হয়ে ছিল। সেই বিশৃঙ্খলা নিয়ে এবার অকপট হয়েছেন তিনি। এ যেন ঠিক আয়নার সামনে দাঁড়ানো! আসলে, ইয়ো ইয়ো হানি সিং যখন ভারতের এগারোটি শহরে মিলিওনেয়ার ইন্ডিয়া ট্যুরের জন্য প্রস্তুত হচ্ছেন, তখন এই র্যাপার-গায়ক মাদকাসক্তির সঙ্গে নিজের দীর্ঘ সংগ্রামের কথা বলেছেন। তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় প্রত্যাবর্তনের পর্বগুলির একটির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি, র্যাপার তাঁর প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণদের সেই বিপদগুলি সম্পর্কে সতর্ক করছেন যা তাঁকে প্রায় ধ্বংস করে দিয়েছে।
advertisement
এনডিটিভির সঙ্গে এক আন্তরিক কথোপকথনে হানি সিং জানিয়েছেন কীভাবে মাদকের প্রতি আসক্তি তাঁর জীবনে প্রবেশ করেছিল এবং তাঁর অজান্তেই জীবন শূন্য করে দিয়েছিল। তিনি বলেন, ‘এটা আমার অনেক ক্ষতি করেছে এবং আজ আমি আমার সকল ছোট ভাইবোনদের বলছি যে তাঁদের বিশেষ করে মাদক থেকে দূরে থাকা উচিত কারণ এটি তোমাদের খুবই ক্ষতি করে। ধীরে ধীরে এবং তোমরা তা বুঝতেও পারবে না।’ একটি পুরনো সাক্ষাৎকারে হানি সিং স্বীকার করেছেন যে তাঁর আসক্তি কেবল তাঁকেই প্রভাবিত করেনি- এটি শালিনী তলওয়ারের সঙ্গে তাঁর দাম্পত্যকেও গভীরভাবে সঙ্কটে ফেলেছিল। এই সপ্তাহের শুরুতে ঘোষণা করা হয়েছে যে হানি সিং-এর নতুন গ্লোবাল ট্যুরের মাধ্যমে তাঁর প্রত্যাবর্তন ঘটতে চলেছে, এ এক বিরাট পদক্ষেপ তো বটেই! আগের চেয়ে এখন তিনি আরও শক্তিশালী এবং আরও আত্ম-সচেতন।
