আসন্ন বলিউড ফিল্মটি পরিচালনা করছেন বিনয় সাপ্রু এবং রাধিকা রাও যারা এর আগে আমাদেরকে ‘সানম তেরি কসম’ এবং ‘লাকি নো টাইম ফর লাভ’-এর মতো ছবি দিয়েছিলেন। ছবিতে যশকে রোমান্টিক এবং রুক্ষ চেহারায় দেখা যাবে। আমরা ইতিমধ্যেই জানি 'চিনে বাদাম' অভিনেতা গত কয়েক মাস ধরে কঠোরভাবে কাজ করছেন এবং তার ইনস্টাগ্রাম টাইমলাইন তার প্রমাণ।
advertisement
আরও পড়ুন: ২০১৮-এর ভাগাড় কাণ্ড এইবার 'ক্লিক'-এর ওটিটি মঞ্চে! পোস্টার দেখে চমকে উঠলেন দর্শক
এর আগে এমন খবর ছিল যে পরামর্শ দেওয়া হয়েছিল যে যশ গত ৮-৯ মাস ধরে নির্মাতাদের সঙ্গে কাজ করছেন। ছবিতে তাঁর চেহারা তৈরি করার জন্য উদয়স্ত খাটছেন অভিনেতা। যশকে তাঁর প্রথম হিন্দি ছবিতে দেখাটা আকর্ষণীয় হবে।
আরও পড়ুন: ভাইরা আমার বন্ধুদের সঙ্গে ঘুমোন! অর্জুন কাপুরকে প্রকাশ্যে ট্রোল সোনমের
অপ্রত্যাশিতদের জন্য অভিনেতা একবার হিন্দি টিভি সিরিয়ালে বেশ জনপ্রিয় ছিলেন। তাঁর শেষ হিন্দি টেলিভিশন ছিল ২০১২-এ 'আদালত'।