নুসরত এখনও নিজের সন্তানধারণ করার খবর প্রকাশ্যে স্বীকার করেননি । সন্তানের পিতৃ পরিচয়ও খোলসা করেননি তিনি । তবে আসন্ন সন্তানের বাবা যে নায়িকার ‘স্বামী’ নিখিল নন, তা ‘রঙ্গোলি’ কর্ণধার নিজেই সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছেন । ফলে যাবতীয় অনুমান চলছে যশ’কে ঘিরেই ।
এই টানাপোড়েনের মধ্যেই নতুন সমস্যার ইঙ্গিত পাওয়া গেল অভিনেতার ইনস্টা হ্যান্ডেল থেকে । তাঁকে ঘিরে এই বিপুল চর্চা, কাদা ছোড়াছুড়ি, কদর্য আক্রমণ, ট্রোলিংয়ের ঢেউ যে গিয়ে তাঁর পরিবারের উপরেও আছড়ে পড়েছে সেই প্রমাণই মিলল । বোঝা গেল, বাড়ির ছেলেকে ঘিরে এ হেন গুঞ্জন মোটেই ভাল চোখে দেখছেন না যশের বাবা-মা । আর যাতে যথেষ্ট আঘাত পেয়েছেন নায়ক ।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি নিজের একটি সাদা-কালো ছবি পোস্ট করে যশ লেখেন, ‘‘আমি পরিবারের কুলাঙ্গার হতে পারি, কিন্তু যাঁরা নিজেদের সৎ বলে দেখান, ততটাও সৎ তাঁরা নন।’’ ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেতা লিখেছিলেন, ‘‘পরিবার বলতেই আমরা বুঝি, নিরাপদ জায়গা৷ মাঝে মাঝে সেই নিরাপদ জায়গাই সব থেকে বেশি আঘাত করে মনে।’’
শোনা যাচ্ছে, ব্যক্তিগত জীবনের ওঠাপড়া গুলোকে দূরে সরিয়ে রেখে এ বার খুব শীঘ্রই পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা । একই সঙ্গে তিনটি সিনেমায় সাক্ষর করেছেন । ছোট পর্দাতেও নাকি খুব শীঘ্রই দেখা যাবে তাঁকে । একটি জনপ্রিয় গানের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে চলেছেন যশ ।