TRENDING:

Yash and Nusrat: ছোট্ট ঈশান এখন কিছুটা বড় হয়েছে, তাকে রেখেই একসঙ্গে 'শিকার' অভিযানে যশ-নুসরৎ

Last Updated:

Yash and Nusrat: ঈশানের বাবা-মা দুজনকে ই দেখা যাবে এক ফ্রেমে। অর্থাৎ সেলুলয়েডে ফের যশ-নুসর‍ৎ জুটি। সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ছোট্ট ঈশান বড় হচ্ছে। তাই ধীরে ধীরে শুটিং ফ্লোরে ফিরছেন মা নুসরৎ জাহান। তবে এবার শুধু মা একা নন, ঈশানের বাবা-মা দুজনকে ই দেখা যাবে এক ফ্রেমে। অর্থাৎ সেলুলয়েডে ফের যশ-নুসর‍ৎ জুটি। সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত।
সেলুলয়েডে ফের যশ-নুসর‍ৎ জুটি, সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত
সেলুলয়েডে ফের যশ-নুসর‍ৎ জুটি, সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত
advertisement

মার্চের শেষে শুটিং ফ্লোরে আসছে শিকার। পরিচালনায় দেবরাজ সিনহা। শিকার পুরোপুরি একটি সোশ্যাল থ্রিলার। যেখানে গ্রামের ছেলে যশ এবং তার প্রেমিকা হলেন নুসরৎ। আর শহর থেকে আসেন তদন্তকারী সরকারি অফিসার ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি একজন সিঙ্গল মাদার ও। তারপর জঙ্গলে কী শিকার হয় এবং কারা শিকারি? এইসব প্রশ্নের উত্তর নিয়ে আসতে চলেছে নতুন ছবি ' শিকার'।

advertisement

ইতিমধ্যেই শহরে ছবির ঘোষণা, মহরত ও সাংবাদিক বৈঠক করেছেন পরিচালক, প্রযোজক ও কলাকুশলীরা। ঋতুপর্ণা যশ ও নুসরৎ তৈরি করেছেন ভিডিও রিল। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ভাইরাল। বৃহস্পতিবার নুসরৎ নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে 'শিকার' এর মোশন পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'জঙ্গলে তো সবাই যায়, কিন্তু শিকারের দম ক' জনের থাকে?'

advertisement

আরও পড়ুন :  বাবা মা দুজনেই আলাদা ঘর বেঁধেছেন, অর্থাভাবে দৃষ্টিশক্তি হারাতে বসেছে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া

পরিচালক থেকে কলাকুশলীরা, প্রত্যেকেই বলছেন যে শিকার একটি আউট এন্ড আউট কমার্শিয়াল ছবি। একটি কমার্শিয়াল ছবিতে যা যা থাকে লভ, ড্রামা, অ্যাকশন, গান সব এলিমেন্টস এই ছবিতে পাওয়া যাবে। ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, " অনেকদিন পর এরকম একটি কমার্শিয়াল ছবিতে অভিনয় করছি।  কমার্শিয়াল  ছবিতে অভিনয় করতে আমার সব সময় ভাল লাগে। এই ছবিটা আমার চরিত্রটি খুব কঠিন ও জটিল। আর ছবি, স্টারকাস্ট বেশ ইন্টারেষ্টিং। নুসরতের সঙ্গে আগে অভিনয় করল যশের সঙ্গে প্রথমবার অভিনয় করছি। ছবিটা দেখলেই দর্শকরা বুঝতে পারবেন কোথায় এই ছবিটা আর পাঁচটা ছবি থেকে আলাদা।"

advertisement

যশ ও নুসরতের কথায়, " দর্শকদের আশীর্বাদে আমরা আবার একসঙ্গে পর্দায় ফিরছি। ছবিটা একটা থ্রিলার এবং আমাদের প্রত্যেকের চরিত্রই যার যার জায়গায় বেশ প্রাসঙ্গিক। খুব শিগগিরই শুটিং শুরু হতে চলেছে এবং দর্শকদের আমরা একটা ভাল ছবি উপহার দিতে পারব এমনটাই আশা রাখছি। যাদের জন্য আজ আমরা যশ নুসরৎ হয়ে উঠতে পেরেছি সেইসব দর্শকদের ভালোবাসা আবারও চাই। "

advertisement

আরও পড়ুন :  বাবা মা দুজনেই আলাদা ঘর বেঁধেছেন, অর্থাভাবে দৃষ্টিশক্তি হারাতে বসেছে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া

ছোট্ট ছেলেকে বাড়িতে রেখে আবারও পূর্ণ উদ্যমে ফ্লোরে ফিরছেন মা নুসরৎ। একগাল হেসে নুসরৎ বলেন, "ছেলে যত বড় হচ্ছে একেবারে বাবা যশের মতো হচ্ছে। বাড়িতে বাবা আর ছেলের একটা টিম। আর  বাবা ছেলের দলবাজি আমাকে সহ্য করতে হয়। এখনও পর্যন্ত ছেলের মধ্যে আমার কোন গুণ লক্ষ্য করিনি। সবটাই যশের মতো।"

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অবশ্য যশ ও নুসরৎ একসঙ্গে কাজ করেছেন "মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি" ছবিতেও। তবে নানা জটিলতায় ছবিটির মুক্তি আটকে রয়েছে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Yash and Nusrat: ছোট্ট ঈশান এখন কিছুটা বড় হয়েছে, তাকে রেখেই একসঙ্গে 'শিকার' অভিযানে যশ-নুসরৎ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল