TRENDING:

বাস্তব ও পর্দার মাঝে ঋত্বিক, 'এই পথ'-এর নায়ক, নায়িকা 'অউর ওহ', ভাইরাল ত্রয়ীর ছবি

Last Updated:

পূজা এবং অন্বেষা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। একটি সেলফি। যেখানে দেখা যাচ্ছে, ঋত্বিকের দু'পাশে দু'জন, পূজা এবং অন্বেষা। একজন বাস্তব জীবনে ঋত্বিকের 'বিশেষ বান্ধবী' বলে শোনা যাচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ঊর্মি-সাত্যকির জীবনে নতুন অতিথি। 'এই পথ'-এর নতুন সঙ্গী। ঋত্বিক মুখোপাধ্যায় এখনও যাঁর সম্পর্ক নিয়ে খুব বেশি কথা বলতে রাজি নন যদিও। কিন্তু টেলিপাড়ার চারদিকে খবর, ঊর্মি ছাড়াও সাত্যকির জীবনে আরও এক সদস্য রয়েছেন, যিনি তাঁর খুবই কাছের মানুষ। পূজা কয়াল। কেবল ঋত্বিক নন, তিনি যে ইতিমধ্যে অন্বেষা হাজরারও মন জয় করে ফেলেছেন, সে কথা স্পষ্ট নতুন ছবিতে।
advertisement

সম্প্রতি পূজা এবং অন্বেষা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। একটি সেলফি। যেখানে দেখা যাচ্ছে, ঋত্বিকের দু'পাশে দু'জন, পূজা এবং অন্বেষা। একজন বাস্তব জীবনে ঋত্বিকের 'বিশেষ বান্ধবী' বলে শোনা যাচ্ছে। অন্য জন পর্দায় ঋত্বিকের স্ত্রী। 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকে ইতিমধ্যে ঊর্মি-সাত্যকির জুটি নিয়ে মাতামাতি রয়েছে।

এবার বাস্তব জুটি নিয়ে ভক্তরা বেশ খুশি। এমনকি কেউ কেউ ছবির তলায় লিখেছেন, 'এই ছবিটা পোস্ট করা হবে, সেটা আশাতীত।' কেউ লিখলেন, 'উফ কী যে খুশি হয়েছি এই ফ্রেমটা দেখে। অনেকটা ভালবাসা এই ছবিটা পোস্ট করার জন্য।' কেউ লিখলেন, 'একটা ফ্রেম। আর কত কিছুর মুখের উপর জবাব। মনের মতো। এই ভাবেই থেকে যেও সবসময়ে।' সেই ছবির তলায় পূজা-অন্বেষা একে অপরের প্রতি ভালবাসাও জানিয়েছেন।

advertisement

আরও পড়ুন: পূজা কার প্রেমিকা, ঋত্বিক না বিশ্বাবসু? শিমুলতলা-সফরের ছবি দেখে ধোঁয়াশায় ভক্তরা!

আরও পড়ুন: ঊর্মির শরীরে বিষ! বাঁচানো যাবে টুকাইবাবুর ভালবাসাকে? নয়া মোড় 'এই পথ যদি'-তে

পুজোর কয়েকটা দিন শ্যুটিং সেট থেকে ছুটি নিয়ে শিমুলতলা ঘুরতে গিয়েছেন এই মেগার তিন অভিনেতা-অভিনেত্রী ঋত্বিক মুখোপাধ্যায়, সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়, বিশ্বাবসু বিশ্বাস। সঙ্গে ছিলেন পূজা। ভক্তদের মনে ধোঁয়াশা তৈরি হয়েছিল, পূজা কার বিশেষ বান্ধবী? ঋত্বিক নাকি বিশ্বাবসু? তবে পূজার সোশ্যাল মিডিয়া ঘাঁটলে দেখা যাবে, একটি প্রেমের ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, 'মিস্টার মুখার্জি'। ভিডিওতে দেখা যাচ্ছে, তেজস্বী প্রকাশ এবং করণ কুন্দ্রার একে অপরকে আদর করছেন। তবে কে এই 'মিস্টার মুখার্জি'? ঋত্বিক নন তো?

advertisement

সেই সময়ে এই প্রসঙ্গে নিউজ18 বাংলাকে 'টুকাইবাবু' বলেন, ''প্রেম তো করি। গাছের সঙ্গে প্রেম করি, আকাশের সঙ্গে প্রেম করি, মানুষের সঙ্গে প্রেম করি।'' তবে এই হেঁয়ালির পরেই পূজার কথা জিজ্ঞাসা করতে তিনি জানালেন, এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়, যা নিয়ে খুব বেশি কথা বলতে রাজি নন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে এবার কি ধীরে ধীরে পর্দা সরছে? ঋত্বিকের ব্যক্তিগত জীবন থেকে সম্পর্কে অবগত হচ্ছেন ভক্তরা, আর তাতে কি প্রশ্রয় রয়েছে 'টুকাইবাবু'র?

বাংলা খবর/ খবর/বিনোদন/
বাস্তব ও পর্দার মাঝে ঋত্বিক, 'এই পথ'-এর নায়ক, নায়িকা 'অউর ওহ', ভাইরাল ত্রয়ীর ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল