TRENDING:

'অক্টোবর'-এর জন্য রাতের পর রাত না ঘুমিয়ে কাটালেন বরুণ ধাওয়ান

Last Updated:

সুজিত সরকারের আগামী ছবি 'অক্টোবর'-এর জন্য বরুণ ধাওয়ানকে কী করতে হয়েছে জানেন? রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়েছেন নায়ক!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: পর্দায় বিশ্বাসযোগ্যতা আনতে আভিনেতাদের কী না কী করতে হয়! সুজিত সরকারের আগামী ছবি 'অক্টোবর'-এর জন্য বরুণ ধাওয়ানকে কী করতে হয়েছে জানেন? রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়েছেন নায়ক!
advertisement

file photo

'অক্টোবর'-এ একেবারে ভিন্ন অবতারে দেখা যাবে বরুণকে। বিপরীতে  নতুন মুখ বাণীতা শাধু। কিছু দৃশ্যে, সুজিত চেয়েছিলেন, তাঁকে যাতে কঠোর, নির্মম, ডার্ক লাগে! আর সেই জন্যই এই নির্দেশ! পরিচালকের ভাষায়, " আমার ছবির অভিনেতাদের সঙ্গে এটা আমি করেই থাকি। চাই, যাতে প্রতিটা চরিত্র দর্শকের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। এখানে এমন কিছু শট র‍য়েছে, যেখানে বরুণের মারাত্মক ইমোশনাল আউটবার্স্ট দেখা যায়। চেয়েছিলাম,  ওই সময়ে ওকে যেন বিদ্ধস্ত দেখায়। গলার স্বরে ফুটে ওঠে ক্লান্তি।  তাই বলেছিলাম, কিছু রাত না ঘুমিয়ে কাটাতে। ছবিতে বরুণ কোনও মেক-আপ ব্যবহার করেনি। একেনারে ন্যাচেরাল লুক!"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পরিচালকের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন 'জুড়য়া টু' স্টার। খুব তাড়াতাড়িই মুক্তি পাচ্ছে  'অক্টোবর'-এর ট্রেলারও।  সব ঠিকঠাক চললে এপ্রিল মাসে মুক্তি পাবে 'অক্টোবর'।

বাংলা খবর/ খবর/বিনোদন/
'অক্টোবর'-এর জন্য রাতের পর রাত না ঘুমিয়ে কাটালেন বরুণ ধাওয়ান