TRENDING:

নাসিরের কথায় মুখ খুললেন রাজেশের জামাই !

Last Updated:

মধ্য মেধার অভিনেতা বলে রাজেশ খান্নাকে সমালোচনা করেছিলেন নাসিরুদ্দিন শাহ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মধ্য মেধার অভিনেতা বলে রাজেশ খান্নাকে সমালোচনা করেছিলেন নাসিরুদ্দিন শাহ ৷ তা নিয়ে বেশ বিতর্কের মুখে পড়তে হয়েছিল নাসিরুদ্দিনকে ৷ রাজেশ কন্যা টুইঙ্কল খান্না ট্যুইটারে এক হাত নিয়েছিলেন নাসিরকে ৷ চুপ থাকেননি রাজেশ খান্নার স্ত্রী ডিম্পলও ৷ আর এবার মুখ খুললেন রাজেশ খান্নার জামাই অক্ষয় কুমার !
advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার জানালেন, ‘আমি নাসিরের ব্যাপারে নতুন করে কিছুই বলতে চাই না ৷ নাসির ক্ষমা চেয়েছেন ৷ আর তাই এখানেই থেমে যাওয়া উচিত এই বিতর্ক ৷ কারণ, আপনারা চান আমি কিছু বলি ৷ আবার সেটা মিডিয়াতে চাউর হোক, নতুন বিতর্ক উঠুক৷ ক্ষমা করবেন আমি কিছু বলতে চাই না ! ’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
নাসিরের কথায় মুখ খুললেন রাজেশের জামাই !