১) বল্লালদেবের স্ত্রী কে ?
বাহুবলি-র পরেই গোটা ছবিতে যে নজর কাড়ে সে হল বল্লালগদেব ৷ যে কিনা শক্তির দিক থেকে বাহুবলির থেকে খুব একটা কম নয় ৷ প্রথম বাহুবলিতে আমরা দেখেছিলাম, বল্লালদেবের একটি ছেলে রয়েছে ৷ যার মুণ্ডুচ্ছেদ করবে মহেন্দ্র বাহুবলি ৷ কিন্তু ছবির কোথাও উল্লেখ নেই, বল্লালদেবের বিয়ের কথা, স্ত্রীয়ের কথা ৷ তাহলে এই ছেলে ভাদ্র এল কোথা থেকে?
advertisement
২) আবান্তিকার গল্পটাও বা কি?
প্রথম বাহুবলিতে অবান্তিকার চরিত্রে দেখা গিয়েছিল তামান্না ভাটিয়াকে ৷ যে বিরোধিতা করত বল্লালদেবের ৷ তার জীবনের একটাই লক্ষ্য, কীভাবে বল্লালদেবের থেকে ছাড়িয়ে আনতে হবে দেবসেনাকে ৷ কিন্তু অল্প বয়সে, নিজের সব কিছু ছেড়ে দিয়ে, কেন এ কাজে ব্রতী হল আবান্তিকা ? এর পিছনে বল্লালদেবের প্রতি রাগ, নাকি অন্য কিছু ৷ অবশ্য একথা অনেকেই বলতে পারেন যে প্রথম বাহুবলিতে ছিল কুন্তল রাজ্যের মেয়ে আবান্তিকা আর অমরেন্দ্র বাহুবলির ও দেবসেনার প্রেম থেকে প্রভাবিত হয়েই এই লক্ষ্য পেয়েছে আবান্তিকা ৷ তবে আবান্তিকার চরিত্রকে আর একটু বেশি দেখানোর জন্যই বাহুবলি ৩ করা উচিত ৷
৩) কেন বল্লালদেবের শাসন চুপচাপ মেনে নিল মাহেশমতির প্রজারা ?
অমরেন্দ্র বাহুবলিকে খুবই ভালোবাসতেন মাহেশমতির প্রজারা ৷ তাহলে বাহুবলিকে মেরে দেওয়ার পর কেন চুপ করে তাঁরা৷ কেন গর্জে উঠলেন না বল্লালদেবের বিরুদ্ধে ৷ কেনই বা চুপচাপ মেনে নিলেন বল্লালদেবের অত্যাচার ! এই সবের উত্তর পাওয়ার জন্যই দর্শক চাইছে বাহুবলি ৩ তৈরি হোক !