কখনও উর্দ্ধাঙ্গে কিছু না রেখে সামান্য কাপড়ে বা কখনও ছবি দিয়ে বা কখনও দড়ি, বেল্ট নানান উদ্ভট জিনিসে স্তন বৃন্ত ঢেকে বেরিয়ে পড়েন! চলে যান শপিং মলের সামনে!
আরও পড়ুন: দলা পাকানো গলা ভাত কয়েক মিনিটেই হবে ঝরঝরে! জানুন সহজ তিন উপায়
আবার কখনও পৌঁছে যান বস্তি এলাকায়! তাকে দেখলেই পাপারাৎজিরা ক্যামেরা নিয়ে ছুটে আসেন! উরফি রোজ রোজ নতুন পোশাক পরেন! তবে এবার তিনি আর পোশাক পরেননি! দড়ি গায়ে জড়িয়ে হাত দিয়ে স্তন ঢেকে রাস্তায় ঘোরাঘুরি করতে শুরু করলেন!
advertisement
এই ভিডিও সোশ্যাল মাধ্যমে আসতেই তুমুল ভাইরাল হয়েছে! তবে উরফির এই সব ভিডিও দেখলে আজকাল নেটিজেনরা বিরক্তি প্রকাশ করছেন! অনেকেই উরফিকে বলেছেন, কেন করেন তিনি এমন! আবার কেউ কেউ বলেছেন, সস্তার পাবলিসিটি। তবে এসব সমালোচনাতে উরফির কিছু যায় আসে না! উরফি জানেন কীভাবে চর্চায় থাকতে হয়! বলিউডে তেমন কিছু না করেও উরফি কিন্তু রোজ খবরে থাকেন! শুধু মাত্র অবাক করা সব পোশাক পরে! আপাতত এই ভিডিও ভাইরাল!