মাঝে মধ্যেই শোনা যায় প্রিয়া এবার বলিউডে কাজ করবেন। যদিও সে বিষয়ে এখনও তেমন কোনও তধ্য পাওয়া যায়নি। তবে বি-টাউনে বেশ কয়েকবার বিশেষ মিটিংয়ে যোগ দিতে দেখা গিয়েছে তাঁকে। পরিচালকদের সঙ্গে কথাও হয়েছে একাধিকবার। কিন্তু সঠিক চরিত্র পাননি বলেই হয়ত এখনও কাজ করা হচ্ছে না! কিন্তু প্রিয়া সব সময় সোশ্যাল মিডিয়ার হট টপিক। সম্প্রতি ফের নজর কেড়েছেন এই নায়িকা!
advertisement
না, এবার চোখ মেরে নয়। একেবারে বিছানায় ঝড় তুলেছেন তিনি। অবাক হলেও এটাই সত্যি। সাদা চাঁদরে ঢাকা বিছানা। সেখানেই নাচের ভঙ্গিমায় পুরুষ অভিনেতা রামজানের সঙ্গে চরম ঘণিষ্ট প্রিয়া। কখনও বিছানা, তো কখনও পর্দার আড়ালে অভিনব শরীরী খেলায় মেতেছেন তাঁরা। যা দেখে ফের একবার প্রিয়ার নাচের প্রশংসায় মেতেছেন সকলে। বিখ্যাত তামিল গানে নেচেছেন এই জুটি। অসম্ভব মাদকতা রয়েছে এই ভিডিওতে। শরীর না দেখিয়েও কী ভাবে উত্তেজক করা যায়, তা এই ভিডিও প্রমাণ দেয়! নিজেদের ইনস্টাগ্রাম থেকে টুইটার সব জায়গায় এই ভিডিও শেয়ার করেছেন তাঁরা। নেট দুনিয়ার হট ভাইরাল এখন এই ভিডিও!