এবার বিয়ের পর শাশুড়ি মা ভীষণ কড়া। সেই সঙ্গে ভিলেন মাসি শাশুড়ি। এই দু'জনকে সঠিক পথে আনাই অপুর কাজ। সেই সঙ্গে রুখে দাঁড়ানো অন্যায়ের বিরুদ্ধে। আপাতত ধারাবাহিকে ব্ল্যাকমেলারকে ধরায় ব্যস্ত অপু। আর রিয়েল লাইফে ঠিক কেমন এই অপু ওরফে সুস্মিতা। একেবারেই উল্টো স্বভাবের তিনি। প্রথম প্রথম চরিত্রর সঙ্গে মানাতে খানিকটা বেগ পেতে হয় বইকি তাঁকে। তবে এখন একেবারে দক্ষ। দাপুটে অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই নানান ভিডিও তিনি শেয়ার করেন। বিশেষ করে ইনস্টাগ্রামে। কখনও জীবনের গান, আবার কখনও প্রেমের গানে অভিনয় করে রিল ভিডিও বানান তিনি। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়। সম্প্রতি বেশ কয়েকটি ভিডিও তিনি শেয়ার করেছেন। তার মধ্যে নজর কাড়ে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে-গানে করা ভিডিওটি। মিষ্টি সুস্মিতার থেকে চোখ সরানো মুশকিল। নিজের বাড়িতে বসে আবার কখনও স্টুডিওতে মেক আপ করে ভিডিও বানিয়ে ফেলেন সুস্মিতা। তাঁর মিষ্টি হাসি ও অভিনয়ে এখন টেলি জগত পাগল। সকলেই সন্ধ্যে বেলায় অপেক্ষা করে থাকেন অপুর দুষ্টুমি ও বুদ্ধিমত্তার পরিচয় পাওয়ার জন্য। একাই টেনে নিয়ে যাচ্ছেন গোটা ধারাবাহিক। অপু ধারাবাহিকে যেমন হারে না। তেমনই বাস্তব জীবনেও হারতে শেখেননি সুস্মিতা। মডেলিং করতেও দেখা যায় তাঁকে।