তবে বাস্তব জীবনে অভিনয় নয় নাচই বেশি পছন্দের ছিল শ্বেতার। তিনি ডান্স বাংলা ডান্স-এ অডিশন দিতে এসেছিলেন। সে সময় তাঁকে দেখে পছন্দ হয়ে যায় পরিচালক রাজ চক্রবর্তীর। রাজ চেয়েছিলেন, 'চিরদিনই তুমি যে আমার' ছবিতে তাঁকে নায়িকা করতে। কিন্তু সে সময় ক্লাস ৯-এ পড়েন শ্বেতা। তাই না করে দিয়েছিলেন। এর পর রাজের অনেক ছবিতে ছোট ছোট চরিত্রে কাজ। তারপর সিরিয়ালের সুযোগ।
অভিনয় করলেও নাচটাই প্রথম ভালোবাসা শ্বেতার। তাঁকে মাঝে মধ্যেই নানা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায়। সম্প্রতি তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যা নিয়ে নেট নাগরিকদের মধ্যে জল্পনা তুঙ্গে। ভিডিওটিতে দেখা যাচ্ছে শাঁখা-পলা পরে একেবারে বিয়ের সাজে ধরা দিয়েছেন শ্বেতা। তা দেখেই অনেকে প্রশ্ন করেন, তবে কি বাস্তবেও বিয়ে করলেন শ্বেতা? যদিও তেমন কিছুই নয়। ভিডিওটি একটি ফটোশ্যুটের। তা স্পষ্ট লেখা রয়েছে। তবুও কৌতূহল থেকেই প্রশ্ন করছেন তাঁর ভক্তরা। আপাতত শ্বেতার এই ভিডিও তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে শুধু এই ভিডিও নয়, নানা মজার ভিডিও শেয়ার করতেও দেখা যায় নায়িকাকে। তিনি কিছু শেয়ার করলেই প্রশংসায় মেতে ওঠেন নেটিজেনরা।