তবে এ কথার সত্যতা যাচাই করার আগেই সামনে এল নিখিলের সঙ্গে ঊষসীর ভিডিও। না, রোমান্টিক ভিডিও নয়। কাজের ভিডিও। নিখিলের বিপণি সংস্থার হয়ে কাজ করতে দেখা গেল ঊষসীকে। নিখিলের শপের শাড়ি পরে দুর্গা পুজোর প্রচার করলেন ঊষসী। দু'জনকে হাসি মুখে কথা বলতেও দেখা গেল। তবে কী সত্যিই প্রেম করছেন তাঁরা!
advertisement
তবে ঊষসীর তরফে জানানো হয়েছে, "তাঁদের নিয়ে কেন এই গুঞ্জন হচ্ছে, তা তিনি জানেন না। তাঁরা শুধু মাত্র এক সঙ্গে কাজ করছেন।" এমনকি ঊষসী জানান এই গুঞ্জনের কথা ভেবে কাজটা না করার কথাই ভাবছিলেন তিনি। কিন্তু নিখিলের সংস্থার তরফ থেকে বোঝানো হয়, এর জন্য কেন ভাল কাজ আটকে থাকবে। গুঞ্জন কিছু হলেই চলবে।
শোনা গিয়েছিল তাঁরা নাকি এক সঙ্গে আন্দামান গিয়েছিলেন। সে ব্যপারে ঊষসী জানিয়েছেন, কাজের জন্য গিয়েছিলেন। সঙ্গে সহকর্মীরা ছিলেন। সব প্রেমের গুঞ্জনে জল ঢেলে দেন নায়িকা। তবে নিখিলের সংস্থার শাড়িতে দারুন মানিয়েছে ঊষসীকে। একেবারে অপরূপা। এই ভিডিও ইনস্টাতে শেয়ার করে, নতুন কাজ নিয়ে সকলকে জানান ঊষসী। আপাতত এই ভিডিও ভাইরাল।