ছোট্ট মেয়েটির নাম শালমলি! বয়স খুব বেশি হলে তিন কি চার! কিন্তু তার এই বয়সেই সুরের এমন পরখ যা অবাক করবে। সম্প্রতি ট্যুইটারে এই ভিডিওটি শেয়ার করেন অনন্ত কুমার নামের এক ট্যুইটার ব্যবহারকারী। সেই ভিডিওতে এই ছোট্ট মেয়েটি অবাক কাণ্ড ঘটিয়েছে। দেখা যাচ্ছে বাচ্চাটির মা আলাপ গাইছেন। তবে এই ছোট্ট মেয়ে মায়ের আলাপ শুনেই বলছে, ‘না না, এটা ঠিক হচ্ছে না!’ সে ঠিক করে দিচ্ছে মায়ের সুর। সঠিক সুরে গেয়ে মাকে শোনাচ্ছে! যা দেখে অবাক সকলে!
advertisement
যতবার মা গাইছেন, ততবার মায়ের সুর ঠিক করে দিচ্ছে এই খুদে। কোকিল কণ্ঠী গলায় কী অসাধারণ ভাবে সুর ধরছে। এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা বলছেন, এতো একেবারে লতাজি!
আরও পড়ুন: শ্রীদেবীর সঙ্গে মিল কোথায় মেয়ে খুশির? হট-ক্রিসপি ড্রেসে শরীরী ঢেউ তুললেন খুশি!
আরও পড়ুন:
কেউ বলছেন, লতাজির কথা মনে করিয়ে দিচ্ছে এই খুদে। আবার কেউ বলছেন, এই মেয়ে সুরের জাদুকর। আপাতত এই ভিডিও হু-হু করে ভাইরাল সোশ্যাল মাধ্যমে! এই বয়সেই এমন সুরের বোধ, এ মেয়ে বড় হলে সত্যিই কিছু চমৎকার করবে! এমনটাই আশা সকলের!