TRENDING:

Viral Video: নাভিতে ঝরছে যৌন আবেদন! খুলে যাচ্ছে পোশাক! বলি নায়িকার উত্তেজক ভিডিও ভাইরাল

Last Updated:

Viral Video: এই ভিডিও দেখলে সরবে না চোখ! ভয়াবহ উত্তেজক এই নায়িকা! তুমুল চর্চা নেট দুনিয়ায় ! কয়েক মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  পলিমাটির মতো পেটে যেন অর্ধ চাঁদ! আভা পাল। বলিউডের অভিনেত্রী তিনি। মডেলিং থেকেই কাজের শুরু। তারপর ওয়েব সিরিজে অভিনয়। তবে শুধু সিরিজে নয় ৩৫ বছরের আভাকে দেখা গেছে গন্ধিবাত নয়, ত্রিপল এক্স, মাস্তরম- নামের ছবিতেও। তবে অভিনয়ের জন্য নয় আভা খবরে থাকেন তাঁর বোল্ড ভিডিও ও পোশাকের জন্য। এমনিতেই শাহরুখ-দীপিকা অভিনীত ছবি পাঠান-এর 'বেশরম' গান সামনে আসতেই শুরু হয়েছে পোশাক বিতর্ক। তার মাঝে আভার এই নতুন ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মাধ্যমে।
advertisement

সোশ্যাল মাধ্যম বিশেষ করে ইনস্টাগ্রামেই আভা নিজের বোল্ড ছবি ও ভিডিও পোস্ট করেন। সম্প্রতি আভা যে ভিডিও পোস্ট করেছেন তাতে তিনি পরেছেন কালো বিকিনি সেট। তবে সব থেকে আকর্ষণীয় আভার নাভির চকচকে হীরে। ভিডিওটি শেয়ার হতেই ভাইরাল হয়।

বহু মানুষ বলতে শুরু করেছেন তবে কী উরফি জাভেদকে এবার টেক্কা দেবেন এই নায়িকা! যদিও উরফিকে টেক্কা দেওয়া সহজ নয়। কারণ আভা এই ফটোশ্যুট যথেষ্ট নিয়ম মেনেই করেন। আর উরফি ভাইরাল হওয়ার জন্য ঘুরে বেড়ান রাস্তা ঘাটে। তবে সে যাই হোক। সোশ্যাল মাধ্যম থেকে আজকাল রোজগার ভালই হয়। আভার এই ভিডিও ইতি মধ্যেই ৩৬ মিলিয়ন ভিউ পেয়েছে। বোঝাই যাচ্ছে তুমুল হট এই ভিডিওতে এখন মন মজেছে নেটিজেনদের।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: নাভিতে ঝরছে যৌন আবেদন! খুলে যাচ্ছে পোশাক! বলি নায়িকার উত্তেজক ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল