ফুডকা লেখেন, ” জীবন বদলে দেওয়া এক অভিজ্ঞতার কথা বলছি। যা আমার সঙ্গে ঘটেছে। আমার সম্প্রতি জঙ্গল ঘোরার অভিজ্ঞতা একেবারেই অন্যরকম। আমি জঙ্গলের কোর এরিয়ার রেস্ট হাউসে ছিলাম। এবং আমি একাই ছিলাম। কয়েক পেগ রাম খাওয়ার পরেই ঘটে যায় সেই ঘটনা।”
আরও পড়ুন: ভুলেও ঝাঁটায় পা দেবেন না! কোন বারে কিনবেন? কীভাবে রাখবেন? সর্বনাশ ঠেকাতে জানুন জ্যোতিষাচার্যের মত!
advertisement
আরও পড়ুন:
ফুডকা আরও জানান, “একটা বড় বিগ ক্যাট পরিবারের সদস্য এসে আমার উপর হামলা করে। খারাপ ভাবে মুখে আঁচড়ে দেয়। কোনওভাবে সেই রাতে আমি বেঁচে যাই। তারপর অ্যান্টি র্যাবিস ডোজ নিই। সেসব কলকাতাতে ফিরেই করি। আমি একটা ওয়াল্ড ভ্যাকেশনে গিয়েছিলাম লম্বা শ্যুটিংয়ের পর। ২৫ বছর ধরে আমি জঙ্গলে ঘুরছি। কিন্তু এরকম অভিজ্ঞতা আমার আগে কখনও হয়নি।”
জানা যায়, উত্তরবঙ্গের একটি জঙ্গলে গিয়েছিলেন ফুডকা ওরফে ইন্দ্রজিৎ। আর সেখানেই এই ঘটনা ঘটে যায়। যদিও এই লেখার সঙ্গে তিনি জানান, ” কিন্তু ক’জনেরই বা বন লেপার্ড বা বন বেড়ালের আঁচড় খাওয়ার অভিজ্ঞতা হয়।” তিনি এখনও বুঝে উঠতে পারেননি সেটি লেপার্ড ছিল নাকি বন বেড়াল। তবে লেপার্ড খুব লাজুক জিব। সে এভাবে ঘরে ঢুকে হামলা করবে না বলেই ধরে নেওয়া যায়। কিন্তু বন বেড়াল যতটা হিংস্র ততটাই সাহসী। এমন কাজ সে অনায়াসেই করতে পারে। রাতে রেস্ট হাউসের জানলা খুলে রাখাই কাল হল ফুডকার জীবনে।