বিগবসের ফাইনাল অনুষ্ঠানে সলমনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোরা ফতেহি। নোরা নিজেই উঠে এসেছিলেন একটি রিয়ালিটি শোয়ের মঞ্চ থেকে। সেই শোতে তিনি না জিতলেও, বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। একের পর এক আইটেম সংয়ে নাম করেছেন নোরা। তাঁর 'ও সাকি সাকি' বা 'হায় গরমি' গানের তালে পাগল গোটা পৃথিবী। এবার সেই তালে মজলেন সলমন খান।
বিগবসের মঞ্চে নোরার সঙ্গে কোমর দোলালেন সলমন। তবে শুধু কোমর দোলানো নয় করে ফেললেন মজার কাণ্ড। নোরা 'হায় গরমি' গানে নাচার জন্য মঞ্চে শুয়ে কোমরের লটকে ঝটকে দেখাতে শুরু করলেন। সেই নাচ করতে গিয়ে স্টেজে শুয়ে পড়লেন সলমন। ব্যস এখানেই সল্লুকে কয়েক গোল দিয়ে দিলেন নোরা। সলমন ওই স্টেপ ফলো করতে গিয়ে নাজেহাল হয়ে স্টেজ থেকেই নেমে গেলেন। এই মজার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়। যদিও বিগবসের ফিনালে এই নাচ সবাই দেখেছেন। যারা দেখেননি তাঁদের জন্য রইল এই মজাদার ভিডিওটি।