TRENDING:

বিপথগামী কুকুরদের সহায় বিক্রম! নয়া অবতারে চিনতে পারছেন অভিনেতাকে?

Last Updated:

'পারিয়া' একজন বহিষ্কৃত যুবক এবং বিপথগামী কুকুরের প্রতি তাঁর নিঃশর্ত ভালবাসাকে ঘিরে আবর্তিত হয় গল্প

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অভিনেতা বিক্রম চ্যাটার্জি এবং চলচ্চিত্র নির্মাতা তথাগত মুখার্জি তাঁদের পরবর্তী প্রজেক্ট 'পারিয়া' নিয়ে আসছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লঞ্চ হয়েছে ছবিটির মোশন পোস্টার। 'পারিয়া' একজন বহিষ্কৃত যুবক এবং বিপথগামী কুকুরের প্রতি তাঁর নিঃশর্ত ভালবাসাকে ঘিরে আবর্তিত হয় গল্প।
advertisement

লেখক-পরিচালক তথাগতর কথায়, “পারিয়া বিদ্রোহের গল্প বলে। পাআরিয়া মানে বহিষ্কৃত। ভারতীয় বিপথগামী কুকুরদের পরিয়া বলা হয়। এই মোশন পোস্টারে, প্রধান অভিনেতা বিক্রম চ্যাটার্জিকে কুকুরছানার রক্ষাকর্তা হিসাবে দেখা যায়। একটি লোহার রড ধরে জোরে চিৎকার করছে বিক্রম। এই মোশন পোস্টারে সহিংসতা ও বর্বরতা দেখানো হয়েছে। বিক্রম সমস্ত রাস্তার কুকুরদের সুরক্ষার দায়িত্ব নেয়। কেউ তাঁদের হয়ে কথা বলে না, কেউ তাদের পক্ষে লড়াই করে না, তাই তাঁদের পাশে দাঁড়িয়েছেন তিনি। দর্শকরা বিক্রমকে প্রথমবারের মতো এমন অবতারে দেখতে পাবেন।”

advertisement

আরও পড়ুন : আইনি জটে শাহরুখ অভিনীত 'জওয়ান'! চুরির অভিযোগ তামিল প্রযোজকের

আরও পড়ুন : 'আপনি এত হট কেন?' ভক্তের প্রশ্নের মজাদার জবাব শাহরুখের

সেরা ভিডিও

আরও দেখুন
হারিয়ে যাওয়া উপকরণে সেজেছে মণ্ডপ, দেবীর সঙ্গে হাজির 'ডাকিনী-যোগিনী'
আরও দেখুন

পরিচালক বলেছেন ছবির ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে গল্পের ধারণার সঙ্গে মিল রেখেই। তিনি জানান, “এতে প্রাসঙ্গিক তীক্ষ্ণতা, আবেগ এবং রাগ রয়েছে। অনিন্দিত রায় এবং অদীপ সিং মানকি এই সিম্ফনির পিছনে মাস্টারমাইন্ড।"

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বিপথগামী কুকুরদের সহায় বিক্রম! নয়া অবতারে চিনতে পারছেন অভিনেতাকে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল