নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একগুচ্ছ ছবি পোস্ট করে ওই অনুষ্ঠানের রিহার্সালের ঝলক প্রকাশ্যে এনেছেন বিজয়। একটা স্টোরিতে তিনি লিখেছেন, “সঞ্চালকের ভূমিকা চলছে।” তাঁর স্টোরি থেকেই অনুষ্ঠানের প্রস্তুতি পর্বের ঝলক মিলেছে। আর একটি ফিচারে তাঁকে দেখা গিয়েছে অভিনেতা অপারশক্তি খুরানা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ক্যাপশনে তিনি লিখেছেন, “পার্টনারস ইন রাইম।”
এদিকে অভিনেত্রী তমান্না ভাটিয়ার সঙ্গে বিজয় বর্মার সম্পর্কে ভাঙন ধরেছে বলে জোর জল্পনা শুরু হয়েছে। এরই মাঝে একটি নতুন রিপোর্ট সামনে এসেছে। সেখানে তারকা জুটির মধ্যে অশান্তির কারণের উপর আলোকপাত করা হয়েছে। সিয়াসত ডেইলি-র প্রতিবেদন অনুযায়ী, অভিনেতার উপর নাকি সংসার পাতার জন্য চাপ দিচ্ছিলেন তমান্না। আর সেখান থেকেই দুজনের মধ্যে অশান্তির সূত্রপাত। রিপোর্টে দাবি করা হয়েছে, অভিনেত্রীর বয়স এখন মধ্য-তিরিশ। সেই কারণে প্রেমের সম্পর্কটাকে পরের ধাপে নিয়ে যাওয়ার জন্য উদগ্রীব ছিলেন তিনি। যার জেরে তাঁদের মধ্যে অশান্তি শুরু হয়েছে। প্রতিবেদনে এ-ও উল্লেখ করা হয়েছে যে, এটি বিতর্কের বিষয় হয়ে উঠেছে। আর বারবার মতভেদ হলে তো সম্পর্কের মধ্যে একটা অশান্তি হবেই। যদিও এই সকল দাবির সত্যতা অবশ্য যাচাই করেনি News18।
advertisement
চলতি সপ্তাহের শুরুর দিকে Pinkvilla-র প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, এক বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে থাকার পর তমান্না এবং বিজয়ের পথ আলাদা হয়ে গিয়েছে। একটি সূত্রের বক্তব্য, কয়েক সপ্তাহ আগেই তমান্না ভাটিয়া এবং বিজয় বর্মার জুটি ভেঙে গিয়েছে। কিন্তু তাঁরা একে অপরের ভাল বন্ধু হিসেবে থাকার পরিকল্পনা করেছেন। তাঁরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। তবে ব্রেক-আপের বিষয়ে তমান্না কিংবা বিজয় এখনও কোনও মন্তব্য করেননি।
প্রসঙ্গত ২০২২ সালে তাঁদের মধ্যে সম্পর্কের গুঞ্জন প্রথম শোনা গিয়েছিল। এরপর ২০২৩ সালে তাঁরা সেই গুঞ্জনে সীলমোহর দিয়েছিলেন। নেটফ্লিক্সের ‘লাস্ট স্টোরিজ ২’-এ সুজয় ঘোষের সেগমেন্টে দুজনে একসঙ্গে অভিনয়ও করেছিলেন। ফিল্ম কম্প্যানিয়ন-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে তমান্না সেই সম্পর্কের কথা মেনে নিয়েছিলেন। ইউটিউবে শুভঙ্কর মিশ্রকে বিজয় বলেছিলেন যে, “একটা সম্পর্ক গোপন রাখতে যথেষ্ট উদ্যম লাগে। একসঙ্গে কেউ বেরোতে পারবেন না। আপনার বন্ধুরা আপনার ছবি তুলতে পারবেন না। এই ধরনের বিধিনিষেধ আমার পছন্দ নয়। বিষয়টিকে পাবলিক করার মতো কিছু নয়, আমি আমার অনুভূতি খাঁচায় বন্দি করে রাখতে চাইনি।”