সূত্র থেকে জানা গেছিল, মুসৌরিতে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা৷ তড়িঘড়ি করে তাঁকে দেরাদুনের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তারপরই শুরু হয়েছে চিকিৎসা৷ তবে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমে চিকিৎসকেরা আশঙ্কা করেছিলেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন তবে পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তাঁর ব্লাড প্রেসার অনেকটাই কমে গেছে৷
advertisement
হাসপাতাল সূত্রের খবর,আপাতত অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল৷ আগের থেকে অনেকটাই ভাল আছেন ভিক্টর৷ আইসিইউ থেকে জেনারেল বেডে দেওয়া হয় অভিনেতাকে। তারপর শনিবার ১৮ অগাস্ট হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাঁকে। বর্তমানে তিনি দেরাদুনে রয়েছেন বলেই জানিয়েছেন তাঁর ম্যানেজার।
অভিনেতার শারীরিক অসুস্থতার খবর শোনা মাত্রই চিন্তায় পড়েছেন ভক্তরা৷ এর আগেও ২০২২ সালে ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়৷ তবে সেসময় তেমন কোনও জটিলতা ছিল না বলে জানিয়েছিল পরিবার৷ কিন্তু সেই এক বছরই ভিক্টর কোভিড ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে৷ আপাতত সকল ভক্তরাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন৷