বেঙ্গালুরুতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এই প্রবীণ নায়িকা। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। প্রথম ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন অভিনেত্রী। বিগত কয়েক দশক ধরে চলচ্চিত্র জগতে কাজ করেছেন তিনি। কন্নড় সিনেমার প্রথম লেডি সুপারস্টারের মর্যাদা পেয়েছেন। শুধু কন্নড় না, বহু ভাষার ছবিতে কাজ করেছেন তিনি।
advertisement
সরোজার চলচ্চিত্র জীবন শুরু হয় ১৯৫৫ সালে মহাকবি কালিদাস চলচ্চিত্রের মাধ্যমে। ২০২০ সাল পর্যন্ত টানা কাজ করেছেন তিনি। ৭ দশক ধরে চলচ্চিত্রে রাজত্ব করেছেন বলা চলে। তাঁর বিখ্যাত চলচ্চিত্রগুলির মধ্যে আছে, স্কুল মাস্টার (১৯৫৮), কিত্তুর চেন্নাম্মা (১৯৬১), অমরশিল্পী জাকানচারি (১৯৬৩), এবং মল্লম্মন পাভাদা (১৯৬৮)। অভিনেত্রী ও রাজনীতিবিদ খুশবু সুন্দরও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন ‘আজ একটি যুগের অবসান হল। তাঁকে কোনওদিন ভুলতে পারব না।’