TRENDING:

হেলিকপ্টারে লাইভ স্টান্ট জন, জ্যাকলিন, বরুণের !

Last Updated:

রজনীকান্ত ‘কাবালি’ ছবির প্রোমোশনের জন্য গোটা প্লেনের গায়ে লাগিয়ে ফেলেছিলেন নিজের ছবি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: রজনীকান্ত ‘কাবালি’ ছবির প্রোমোশনের জন্য গোটা প্লেনের গায়ে লাগিয়ে ফেলেছিলেন নিজের ছবি ৷ আর এবার প্রোমোশন ব্যাপারটিকে নতুন কায়দা দিতে হেলিকপ্টারে লাইভ স্টান্ট সেরে ফেললেন জন আব্রাহম, জ্যাকলিন, বরুণ ধাওয়ান !
advertisement

গোটা ঘটনাটি দিল্লির আকাশে ঘটিয়ে ফেলল ‘ঢিশুম’ টিম ৷ প্রোমোশনের জায়গায় উড়িয়ে আনলেন হেলিকপ্টার ৷ যে হেলিকপ্টারটি ব্যবহার হয়েছে ছবিতে ৷ আর একেবারে ‘ঢিশুম’ কায়দায় হাজির হলেন জন আব্রাহম, জ্যাকলিন ও বরুণ ধাওয়ান ৷

জনের কথায়, ‘আমার বরাবরই অ্যাডভেঞ্চার স্পোর্টস ভালো লাগে ৷ তাই সুযোগ পেলেই করে ফেলি ৷ তাছাড়া দিল্লি আকাশে উড়তে, গোটা দিল্লিকে উপর থেকে দেখতে দারুণ লাগে ! ’ অন্যদিকে জ্যাকলিন জানান, ‘দারুণ অভিজ্ঞতা ৷ এভাবে কোনও দিন কোনও অনুষ্ঠানে পৌঁছব, ভাবতেই পারেনি ৷ আর সঙ্গে যখন জন আব্রাহম আর বরুণ আছে, উত্তেজনাটা যে বেশি হবে, তা তো জানতাম ৷’ বরুণ ধাওয়ানের কথায়, ‘আমি স্টান্ট করতে ভীষণ ভালোবাসি ৷ আর সঙ্গে জন আব্রাহম, এর থেকে ভালো আর কী হতে পারে ৷ ছবিতেও স্টান্ট করেছি আর এবার পর্দার বাইরে স্টান্ট !’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

‘ঢিশুম’ ছবিটি পরিচালনা করেছেন রোহিত ধাওয়ান ৷ অ্যাকশন প্যাকড ছবিটি মুক্তি পাবে ২৯ জুলাই শুক্রবার !

বাংলা খবর/ খবর/বিনোদন/
হেলিকপ্টারে লাইভ স্টান্ট জন, জ্যাকলিন, বরুণের !