হামপ্টি শর্মা ঠিক ৮ বছর বাদে বেশ কিছু অদেখা ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখেছেন, "৮ বছর আগে হাম্পটি শর্মা কি দুলহানিয়ার সময় কিছু অদ্ভূত সুন্দর লোকের সঙ্গে বেশ কিছু স্মৃতি রয়েছে।" ছবিটি দিল্লিতে সিনেমা প্রমোশন করতে যাওয়ার সময় তোলা হয়েছিল। বরুণ কিছুটা ইমোশনাল হয়ে গিয়েই স্মৃতিচারণ করেছেন। সেইসময় ফিরে গিয়েছেন তিনি, রাকেশ হাম্পটি কুমার শর্মা ছিলেন তিনি, আলিয়া হয়েছিলেন কাব্য প্রতাপ সিং, সেখানে সিদ্ধার্থ শুক্লা অভিনয় করেছিলেন একজন এনআরআই-এর চরিত্রে, তাঁর নাম হয়েছিল অঙ্গদ বেদি। স্টুডেন্ট অব দ্য ইয়ারের পর আলিয়ার সঙ্গে তাঁর এটিই ছিল দ্বিতীয় কাজ। তাঁদের কেমিস্ট্রি দর্শক বেশ পছন্দ করেছেন।
advertisement
আরও পড়ুন: টলিপাড়ায় একের পর এক আত্মহত্যা, গুরুত্বপূর্ণ কারণ খুঁজে দিলেন অভিনেত্রী মনামী ঘোষ
বর্তমানে বরুণ ধাওয়ান যুগ যুগ জিও সিনেমায় অভিনয় করেছেন। পরবর্তীতে, তিনি কৃতি স্যানন অভিনীত ভেদিয়াতে অভিনয় করবেন, যা ২৫ নভেম্বর মুক্তি পেতে চলেছে। এরপর, জাহ্নবী কাপুরের সাথে তার বাওয়ালও রয়েছে, যেটি 7 এপ্রিল, ২০২৩-এ মুক্তি পাবে। অন্যদিকে আলিয়াকে দেখা যাবে ব্রহ্মাস্ত্রে। তার হাতে রয়েছে ফারহান আখতারের জি লে জারা এবং করণ জোহরের রকি অর রানি কি প্রেম কাহানিও। হার্ট অফ স্টোন দিয়ে হলিউডে কাজ শুরু করছেন আলিয়া।
আরও পড়ুন: ঐশ্বর্য কেন মেয়ে আরাধ্যার স্কুলের কাছাকাছি কাজ করতে পছন্দ করেন?