একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে বৈভবী প্রকাশ্যে আনেন যে, এই নাচের কোরিওগ্রাফি একেবারে নিখুঁত মনে হয়েছে ঠিকই, তবে ছবির পরিচালক করণ জোহর এবং অভিনেতা রণবীর সিং এই বিষয়ে বেশ নার্ভাস ছিলেন।
আরও পড়ুন: বিরাটের রেকর্ডভাঙা সেঞ্চুরিতে চোখে জল অনুষ্কার! স্ত্রীকে চুমু ছুড়ে দিলেন ক্রিকেটার
কীভাবে করণ আর রণবীরকে সেই সময় ঠান্ডা করেছিলেন, সেই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে বৈভবী জানান, “করণ আমায় চ্যালেঞ্জ করে বলেছিল যে ‘ঢিন্ডোরা বাজে রে’ গানটিতে টোটা রায়চৌধুরী এবং রণবীর সিংয়ের শাস্ত্রীয় কত্থক নৃত্যের যুগলবন্দি দেখা যাবে। অনেকটা ‘ডোলা রো ডোলা’ গানের মতো। আমার তখন ভাবছি, ‘হে ভগবান, মরে গেলাম আমি’। কারণ রণবীর আগে কখনওই ক্লাসিক্যাল নাচেননি। আর টোটাও তো কখনওই নাচ করেননি।”
advertisement
বৈভবী আরও বলেন, “এই চ্যালেঞ্জ আমার পরিচালক আমায় দিয়েছেন। ফলে আমায় সেটা করতেই হত। রণবীর তো ভয়ে রীতিমতো কাঁঁপছিল। উত্তেজনার জেরে ফোন করছিল। কিন্তু এদিকে আমায় ডেকে কিছুতেই বলতে পারছে না যে, আমার দ্বারা হবে না। কারণ ও ‘ব্যান্ড বাজা বারাত’-এর সময় থেকেই আমাকে জানে। তবে আমায় ওকে শান্ত করতে হয়েছিল। এরপরে আবার করণের ফোন এল। উত্তেজিত হয়ে আমায় জিজ্ঞাসা করছে, ‘আমরা এটা রাখব তো?’ আমি বলি, করণ, শান্ত হও। আমরা এখন এটার জন্য প্রস্তুত। আমার উপর বিষয়টা ছেড়ে দাও। আমাকেই এটা সাজাতে দাও। প্রথম দিনে রণবীরের পায়ে ঘুঙুর বেঁধে দেওয়ার কথা আমার মনে আছে। বলেছিলাম, দেখো, আমি ইতিমধ্যেই ওকে ক্র্যাশ কোর্স করিয়ে দিয়েছি। আর এটাই ছিল আট দিনের সেই নাচ-গানের মুহূর্ত।”
ইন্টারভিউতে বৈভবী সেই সময়ের কথাও তুলে ধরেন, যখন একজন উঠতি পরিচালক তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর কথায়, “আমার প্রথম গানেই এটা হয়েছিল। যদিও আমি সেটার নাম করতে চাই না। কিন্তু প্রথম ওই গানের সময় পরিচালক নিজে আমায় বলেছিলেন যে, তুমি নিজেকে কী মনে করো? তুমি কি ভাবো তুমি বিশাল কেউ? কথাটা শুনে আমি ঠান্ডা থেকেছিলাম। বিষয়টাকে পাত্তা দিইনি। সেই কথাটার প্রভাব নিজের উপর পড়তে দিইনি। কারণ আমার উপর আশীর্বাদ ছিল। আমি শুধু সেটে নিজের কাজটুকু করছিলাম।”