TRENDING:

এক দিনে ভোলবদল! পুরো কাপড়ে মুড়ে গণেশ বন্দনা করছেন উর্ফি জাভেদ! অবিশ্বাস্য দৃশ্য

Last Updated:

একেবারে যেন অন্য অবতারে উর্ফি৷ খুব অচেনা লাগছে তাঁকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ভোলবদল ঘটল উর্ফি জাভেদের! যে মেয়ের গায়ে কাপড় থাকা দায়, সে কিনা নিজেকে পুরো মুড়ে ফেলল পোশাকে! গণেশ বন্দনায় গান গাইলেন উর্ফি৷ পুজো পাঠ করবেন বলে আষ্টে পৃষ্টে নিজেকে ঢেকে ফেললেন কাপড়ে৷ এটাও যেন একেবারে নতুন রূপ উর্ফির৷
advertisement

গণেশ বন্দনায় তিনি গাইলেন গান৷ তবে ভক্তদের কিছুটা নিরাশ করলেন তিনি এক্ষেত্রে৷ কারণ সে ভাবে তাঁর গলায় সুর নেই৷ সেটা বেশ ভালই বোঝেন তিনি৷ ফলে পিছনে চালিয়ে দিলেন সুরকার-গায়ক শঙ্কর মহাদেবনের গলায় গণেশ স্তোত্র৷ তার সঙ্গে গলা মিলিয়ে দিলেন উর্ফি৷

আরও  পড়ুন স্ত্রী অনুষ্কা শর্মা পর্দার ক্রিকেটার, বিরাটের প্রতিক্রিয়া দেখার মত

advertisement

নিজের অদ্ভূতুরে জামা-কাপড়ের জন্য নজর কেড়েছেন Urfi Javed৷ তাঁর ফ্যাশন নিয়ে তো কথা বলার নেই৷ কখন যে কী পরছেন তা বুঝে ওঠা দায়৷ কখনও পরছেন প্লাস্টিকের পোশাক তো কখনও কাঁচের পোশাক! তাঁকে নিয়ে আলোচনা বিস্তর৷ আর এই সব পোশাক পরে বিতর্ক তৈরি করে তিনি বাড়িয়ে ফলছেন তাঁর ভক্তের সংখ্যা৷ হু হু করে বেড়ে যাচ্ছে ইনস্টাগ্রামের তাঁর ফলোয়ার৷ তাঁর পোশাক দেখার অপেক্ষায় থাকেন প্রচুর মানুষ৷ বিশেষ করে রণবীর সিং তাঁর পোশাকের প্রসংশা করার পরই আরও চর্চা এসেছেন উর্ফি৷

advertisement

বিগ বস ওটিটি থেকে নিজের পরিচিতি বাড়িয়েছেন নায়িকা৷ যদিও সেভাবে অভিনয় জগতে তাঁকে দেখতে পাওয়া যায়নি৷ বিগ বসের ঘরে বেশি দিন টিকতে পারেননি উরফি৷

সেরা ভিডিও

আরও দেখুন
বর্ধমানে ফুলের স্বর্গ, টেক্কা দিতে পারে ক্ষীরাইয়ের সঙ্গে! শীতের দিনে হোক নতুন গন্তব্য
আরও দেখুন

তারপর থেকে তাঁকে আর কোনও শোতেও দেখতে পাওয়া যায়নি৷ চন্দ্র নন্দিনী, বড়ে ভাইয়া কি দুলহানিয়া, সাত ফেরে কি হেরা ফেরি, ইয়ে রিস্তা কয়া কেহলাতা হেয়, কসউটি জিন্দেগি কে ২- সিরিয়ালে দেখা গিয়েছিল তাঁকে৷ তারপর তিনি বিগ বসের ঘরে আসেন৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
এক দিনে ভোলবদল! পুরো কাপড়ে মুড়ে গণেশ বন্দনা করছেন উর্ফি জাভেদ! অবিশ্বাস্য দৃশ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল