তবে, উর্ফিকে নিয়ে যতই ট্রোল হোক, উর্ফির ছবি-ভিডিও কিন্তু ব্যাপক ভাইরাল হয় (Urfi Javed Viral Video)! হালে নেটদুনিয়া কাঁপিয়ে দাপিয়ে বেড়াচ্ছে অভিনেত্রীর একটি ভিডিও, যা দেখে হাসি চাপতে পারছেন না নেটিজেনরা! ভিডিওতে দেখা যাচ্ছে, উর্ফি মাটিতে বসে গোল-গোল ঘুরছেন, ঠিক মেরি গো রাউন্ড-এর মতো! পরণে ডেনিম আর কালো ব্রালেট! শ্যুটের মধ্যিখানে খানিক ব্রেক পেয়ে উর্ফির কীর্তি বাচ্চাদেরও হার মানাবে (Urfi Javed Viral Video)! বুঝুন কাণ্ড, স্টুডিওর মাটিতে বসেই ঘুরপাক খাচ্ছেন সুন্দরী, অন্যদিকে ফোটোগ্রাফার-রা অপেক্ষা করছেন তাঁর ছবি তোলার! ভিডিওর শেষে উর্ফির প্রাণ-খোলা হাসি কিন্তু দারুণ! ভিডিওটি শেয়ার করে তিনি লিখলেন, '' মাম্মি কি রোটি গোল গোল... আমি কখন আমার এই বোকাবোকা কীর্তি থামাব, তার অপেক্ষা করছেন ফোটোগ্রাফার, যাতে আমরা শ্যুট-টা শেষ করতে পারি!''
advertisement
দেখুন ভিডিও--
বিগ বস ওটিটি ছাড়াও উর্ফিকে দেখা গিয়েছে 'বড়ে ভাইয়া কি দুলহানিয়া'-তে অবনি-র চরিত্রে! অভিনয় করেছেন 'মেরি দুর্গা', 'বেপনাহ', ' পাঞ্চ বিট সিজন টু'-তে। এ ছাড়াও তিনি অভিনয় করেছেন স্টার প্লাসের ধারাবাহিক ' চন্দ নন্দিনী'-তে। ২০২০-তে 'ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়'-তে শিবানী ভাটিয়ার চরিত্র দিয়ে অভিনয় শুরু করেন উর্ফি। পরবর্তীতে 'কসৌটি জিন্দগি কি'তে তনিশা চক্রবর্তীর চরিত্রে অভিনয় করেন। যদিও একটি সাক্ষাৎকারে উর্ফি বলেন, তাঁকে কাস্টিং কাউচে বাধ্য করে ইন্ডাস্ট্রির কিছু নামী দামি ব্যক্তিত্ব। সেই সব প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে ভীত-সন্ত্রস্তও তিনি।