TRENDING:

Urfi Javed Viral Video: 'মাম্মি কি রোটি গোল গোল' বলে যা করলেন উর্ফি জাভেদ, ফের ভাইরাল অভিনেত্রীর কীর্তি, দেখুন ভিডিও

Last Updated:

উর্দ্ধাঙ্গে প্রায় কিছুই পরেননি উর্ফি, সেই অবস্থাতেই ভিডিও শ্যুট করলেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:বিগ বস ওটিটিতে(Bigg Boss OTT) নজর কেড়েছিলেন অভিনেতা উর্ফি জাভেদ(Urfi Javed)। ইদানীং কালে প্রায় প্রতিদিনই তিনি খবরের শিরোনামে থাকেন, কিন্তু অভিনয়ের জন্য নয়! হয় তাঁর সাহসী পোশাক, নয় বিতর্কিত মন্তব্যের জন্য চর্চায় থাকেন উর্ফি (Urfi Javed Viral Video)! নেটিজেনরা তাঁকে আখ্যা দিয়েছেন 'সস্তার ক্যাটরিনা কাইফ'! যদিও উর্ফি বলেন, 'ট্রোলিংকে আমি ট্রোল করি। এগুলো আমার উপর কোনও প্রভাব ফেলে না। এইসব ট্রোলিং আমার কেরিয়ার নষ্ট করতে পারবে না। আমি কেরিয়ারের এমন এক জায়গায় আছি যে এরা আর আমার কোনও ক্ষতি করতে পারবে না। আমি ট্রোলারদের পাত্তা দিই না।'
advertisement

তবে, উর্ফিকে নিয়ে যতই ট্রোল হোক, উর্ফির ছবি-ভিডিও কিন্তু ব্যাপক ভাইরাল হয় (Urfi Javed Viral Video)! হালে নেটদুনিয়া কাঁপিয়ে দাপিয়ে বেড়াচ্ছে অভিনেত্রীর একটি ভিডিও, যা দেখে হাসি চাপতে পারছেন না নেটিজেনরা! ভিডিওতে দেখা যাচ্ছে, উর্ফি মাটিতে বসে গোল-গোল ঘুরছেন, ঠিক মেরি গো রাউন্ড-এর মতো! পরণে ডেনিম আর কালো ব্রালেট! শ্যুটের মধ্যিখানে খানিক ব্রেক পেয়ে উর্ফির কীর্তি বাচ্চাদেরও হার মানাবে (Urfi Javed Viral Video)! বুঝুন কাণ্ড, স্টুডিওর মাটিতে বসেই ঘুরপাক খাচ্ছেন সুন্দরী, অন্যদিকে ফোটোগ্রাফার-রা অপেক্ষা করছেন তাঁর ছবি তোলার! ভিডিওর শেষে উর্ফির প্রাণ-খোলা হাসি কিন্তু দারুণ! ভিডিওটি শেয়ার করে তিনি লিখলেন, '' মাম্মি কি রোটি গোল গোল... আমি কখন আমার এই বোকাবোকা কীর্তি থামাব, তার অপেক্ষা করছেন ফোটোগ্রাফার, যাতে আমরা শ্যুট-টা শেষ করতে পারি!''

advertisement

দেখুন ভিডিও--

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিগ বস ওটিটি ছাড়াও উর্ফিকে দেখা গিয়েছে 'বড়ে ভাইয়া কি দুলহানিয়া'-তে অবনি-র চরিত্রে! অভিনয় করেছেন 'মেরি দুর্গা', 'বেপনাহ', ' পাঞ্চ বিট সিজন টু'-তে। এ ছাড়াও তিনি অভিনয় করেছেন স্টার প্লাসের ধারাবাহিক ' চন্দ নন্দিনী'-তে। ২০২০-তে 'ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়'-তে শিবানী ভাটিয়ার চরিত্র দিয়ে অভিনয় শুরু করেন উর্ফি। পরবর্তীতে 'কসৌটি জিন্দগি কি'তে তনিশা চক্রবর্তীর চরিত্রে অভিনয় করেন। যদিও একটি সাক্ষাৎকারে উর্ফি বলেন, তাঁকে কাস্টিং কাউচে বাধ্য করে ইন্ডাস্ট্রির কিছু নামী দামি ব্যক্তিত্ব। সেই সব প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে ভীত-সন্ত্রস্তও তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Urfi Javed Viral Video: 'মাম্মি কি রোটি গোল গোল' বলে যা করলেন উর্ফি জাভেদ, ফের ভাইরাল অভিনেত্রীর কীর্তি, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল