এই অভিযোগ, পাল্টা অভিযোগের পরেই অম্বোলি থানার অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইনস্পেক্টর শৈল কোরাডে উরফিকে জিজ্ঞাসাবাদ করেন। মুম্বই পুলিশ কমিশনার এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। শৈল কোরাডেকেই এই মামলার তদন্তভার দেওয়া হয়েছে। ১৪ জানুয়ারি উরফিকে তলব করা হয় থানায়। মডেলও এই তলবে সাড়া দিয়েছেন।
ইনস্টাগ্রাম হোক বা মুম্বইয়ের রাস্তাঘাটে, উরফিকে প্রায়শই স্বল্প পোশাকে দেখা যায়, কখনও বা পোশাক ছাড়া অন্য কিছু দিয়ে শরীর ঢাকতে দেখা যায়। যার ফলে বহুবার তিনি কটাক্ষের মুখে পড়েছেন। এবারও একই রকম বিপদে পড়েছেন উরফি।
আরও পড়ুন: উরফির সঙ্গে কী সম্পর্ক জাভেদ আখতারের? এ বার বড়সড় দাবি অভিনেত্রীর
বিজেপি নেত্রী মামলা দায়ের করার পাশাপাশি উরফিকে হুমকিও দিয়েছেন, যদি তাঁকে নগ্ন অবস্থায় মুম্বইয়ের রাস্তায় দেখতে পাওয়া যায়, তাহলে তাঁকে মারধর করা হবে। এর পরই তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। ট্যুইটারেও চিত্রার বিরুদ্ধে একাধিক পোস্ট করেন উরফি।
অম্বোলি পুলিশকে উরফি বলেন, ''আমি যে পোশাক পরে শ্যুটিংয়ে যাই, সেই পোশাক পরেই বাইরে বেরোই। সেই সময়ে ক্যামেরা নিয়ে অনেকেই হাজির হয়ে যান। আমি কোনও চ্যানেলে যাই না। কেবল একটা ছবি নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। কিন্তু সংবিধান আমাকে অধিকার দিয়েছে।''