সেলেব থেকে সাধারণ, সবাই মেতেছে হ্যালোইন পার্টিতে। বিভিন্ন রকমের ভৌতিক সাজে সাজছেন সকলে। উরফি জাভেদও হ্যালোউনের জন্য বেছে নিয়েছেন বিশেষ লুক। ‘ভুল ভুলাইয়া’ ছবির বিখ্যাত চরিত্র ‘ছোটা পণ্ডিতের’ আদলে সেজেছেন উরফি৷ ছবি মুক্তির পর থেকেই রাজপাল যাদব অভিনীত চরিত্র ভীষণ জনপ্রিয়তা পায়। আর তাতেই বিতর্কের শিকার অভিনেত্রী৷
আরও পড়ুন: ‘বাবা চুমু খাচ্ছে তাও…’ ধর্মেন্দ্রকে নিয়ে বিস্ফোরক সানি-ববি! করণের কাছে অকপট
advertisement
উরফির পোশাক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়৷ তবে এবার কিছু নেটনাগরিকদের মতে ছোটা পণ্ডিতের সাজে সেজে ধর্মীয় ভাবনাকে আঘাত হেনেছেন এই ফ্যাশনিস্তা।
সম্প্রতি ছোটা পণ্ডিতের সাজে ছবি পোস্ট করে উরফি লেখেন,‘‘আমার ধারণা ভুল ভুলাইয়া ছবির ছোটা পণ্ডিত চরিত্রটিকে সবাই চেনেন। অনেক খেটে আমি হ্যালোইন পার্টির জন্য তৈরি হয়েছি। তাই ভাবলাম একটা ভিডিও পোস্ট করে দিই।’’
এর পরেই ট্রোলের মুখে পড়েন উরফি৷ অনেকে তাঁকে ভিডিও ডিলিটও করে দিতে বলেন৷ পরে উরফি লেখেন,‘‘আমি একটি সিনেমার চরিত্রের আদলে সেজেছি বলে আমি খুনের হুমকি পাচ্ছি, অথচ চরিত্রটি নিয়ে কেউ এমন কিছুই বলেনি’’৷