ইন্টারনেটে ‘উড়তা পঞ্জাব’ ফাঁস হওয়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠল, সেন্সর ভাসার্নটি কীকরে ফাঁস হয় ? কারণ, ফাঁস হওয়া ছবিটির বা পাশে স্পষ্ট দেখা যাচ্ছে, ‘সেন্সর কপি’ লেখা ৷ পুরো ব্যাপারটি নিয়ে সরব হয়েছে অনুরাগ কাশ্যপ৷ অনুরাগ নিজের ফেসবুকে লিখেছেন, ‘আমি কখনও টরেন্ট থেকে ছবি ডাউনলোড করিনি ৷ সব সময় বন্ধুদের কাছে থেকে কিংবা দোকান থেকে কিনেই সিনেমা দেখেছি৷ যাঁরা ডাইনলোড করে সিনেমা দেখেন, তাঁদের বলছি একটু অপেক্ষা করুন ৷ ছবিটা মুক্তি পেতে দিন তারপর না হয় ডাউনলোড করুন ৷ আসলে এই ছবি শুধুমাত্র জাল ভিডিও নিয়ে প্রতিবাদ নয় ৷ সেন্সরের বিরুদ্ধে এক প্রতিবাদ এই ছবি !
advertisement
’
প্রতিবাদে অনুরাগ পাশে পেলেন আমির খানকেও ৷ এই বিষয় নিয়ে আমির ট্যুইট করে বলেন, ‘মতামত প্রকাশের অধিকারের পাশে থাকুন ৷ উড়তা পঞ্জাব শুধুমাত্র থিয়েটারেই দেখুন ৷ জাল ভিডিওকে জিততে দেবেন না !’
ইন্টারনেটে ছবিটি ফাঁস হয়েছে খবর পেয়ে অনুরাগ কাশ্যপ সাইবার সেলে অভিযোগও দায়ের করে ৷ টরেন্ট থেকে ছবিটি তুলে নেওয়ার চেষ্টাও চলছে ৷
এরই মাঝে ‘উড়তা পঞ্জাব’ টিম দর্শকদের অনুরোধ করেছেন ছবিটি ইন্টারনেট থেকে ডাউনলোড না করে সিনেমা হলে গিয়েই দেখতে ৷ শাহিদ জানিয়েছেন, ‘ছবিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল অবশ্যই ৷ কিন্তু আমি দর্শকদের অনুরোধ করব, আগে ছবিটা দেখুন তারপর বিচার করুন৷’ সঙ্গে শাহিদ জানিয়েছেন, ‘একটা ছবি তৈরি করতে খুবই পরিশ্রম লাগে ৷ তাই এই ছবি দয়া করে সিনেমা হলেই দেখুন ৷ ’
সাইবার সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ এমনকী, কম্পিউটারের আইপি ট্র্যাক করার ব্যবস্থা নিচ্ছেন সাইবার সেল ৷ সঙ্গে জানানো হয়েছে, আইপি অ্যাডরেস ট্র্যাক করে যদি কেউ ধরা পড়ে, তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে ৷ সাইবার সেলের আইন মোতাবেক, ৭ বছর পর্যন্ত জেলও হতে পারে !