TRENDING:

Twinkle Khanna: 'পুরুষদের পিরিয়ডস হোক, বদলে যাবে পৃথিবী' ! ঋতুস্রাবে কাহিল টুইঙ্কল খান্নার ভিডিও ভাইরাল

Last Updated:

Twinkle Khanna: পুরুষদের কম করে দু'টো মাস পিরিয়ডস হোক! তাহলেই বুঝবে হাসি মুখে কাজ সামলানো কতটা কঠিন! যন্ত্রণায় কাতর টুইঙ্কল খান্নার ভিডিও ভাইরাল!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  টুইঙ্কল খান্না! বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। এছাড়াও অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রী। ডিম্পল ও রাজেশ খান্নার মেয়ে টুইঙ্কল। বলিউডে ৯০-এর দশকে দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। আমির খান থেকে অজয় দেবগন, শাহরুখ খান কার সঙ্গে কাজ করেননি টুইঙ্কল। নায়িকার কোমরের লটকে-ঝটকেতে পাগল ছিল বলিউড এক সময়ে। তবে অভিনয় থেকে অনেক দিন বিরতি নিয়েছেন তিনি। এখন টুইঙ্কল ব্যস্ত লেখালেখি নিয়ে। টুইঙ্কলের লেখা বই বেশ জনপ্রিয়। এক ছেলে ও মেয়েকে নিয়ে চুটিয়ে সংসার করছেন তিনি।
advertisement

অবসর মানেই বই পড়তে পছন্দ করেন তিনি। সামাজিক বিষয় নিয়েও বেশ সচেতন তিনি। নানা বিষয় নিয়ে মাঝে মধ্যেই নিজের ইনস্টাগ্রামে কথা বলেন তিনি। এবার তিনি প্রশ্ন তুললেন পিরিয়ডস নিয়ে। মহিলাদের প্রতি মাসে যে কষ্ট সহ্য করতে হয়, তা পুরুষরা ভাবতেও পারবেন না। প্রতি মাসে কয়েকটা দিন 'পিরিয়ডস'-এর যন্ত্রণা নিয়েও হাসি মুখে সব কিছু করতে হয় মেয়েদের। যা একটা পুরুষ কোনওদিন ভাবতেও পারবেন না! যদি পুরুষদের 'পিরিয়ডস' হত, তবে কেমন হত এই পৃথিবী? প্রশ্ন তোলেন টুইঙ্কল।

advertisement

ইনস্টাগ্রামে একটি মজার ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে অন্য হাসি মুখের দিনগুলোর সঙ্গে তুলনা করেন পিরিয়ডসের দিনগুলোর। কী ভাবে কঠিন যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় সকলকে, সেটাই তুলে ধরেন তিনি। মেয়েদের এই সময় বহু যায়গায় অচ্ছুৎ করে রাখা হয়। মন্দিরে বা পুজোর ঘরে যেতে দেওয়া হয় না। বহু জায়গায় এখনও পিরিয়ডস নিয়ে সঠিক সচেতনতার অভাব। বহু জায়গায় এই সময়টা মেয়েদের একেবারে এক ঘরে করে রাখা হয়? সঠিক হাইজিন পর্যন্ত মানা হয় না। কিন্তু কেন এমন হবে? এই নিয়েই সোচ্চার হন টুইঙ্কল!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

তিনি লেখেন, "যদি পুরুষদের পিরিয়ডস হত, তবে নিশ্চিত পৃথিবীটা অন্য রকম হত। এবং সেটা একটা দারুণ উপভোগ্য বিষয় হত বইকি! মেয়েদের এই ক'দিন কী সহ্য করতে হয়, তা তাঁরা জানেও না। বেশি না অন্তত্য যদি মাস দু'য়েক পিরিয়ডস কী হয় বুঝত তাঁরা। তাতেই সব বদলে যেত। আমাকে কমেন্ট করে জানাও যদি পুরুষদের পিরিয়ডস হত তাহলে কেমন হত এই পৃথিবী।" এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়। তাঁর পোস্টে অনেকেই কমেন্ট করেন। অনেক মহিলাই দাবি জানিয়েছেন, পিরিয়ডসের সময় অন্তত্য দু'দিন ছুটি বাধ্যতামূলক হওয়া উচিত। যদিও এই প্রশ্ন নতুন নয়। বহুদিন ধরেই এই নিয়ে চর্চা চলছে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Twinkle Khanna: 'পুরুষদের পিরিয়ডস হোক, বদলে যাবে পৃথিবী' ! ঋতুস্রাবে কাহিল টুইঙ্কল খান্নার ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল