TRENDING:

জমিয়ে রেঁধেছে ছেলে আরভ, ইনস্টাগ্রামে ছবি দিয়ে লোভ দেখালেন মা টুইঙ্কল

Last Updated:

মেনুতে ছিল মাশরুম রিসোতো, মিসো অ্যাভোকাডো, চিকেন স্কিউয়ার্স এবং চকোলেট সুফলে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডে পা রাখার আগে ব্যাঙ্ককে রেস্তোরাঁয় শেফ ছিলেন আজকের সুপারস্টার অক্ষয় কুমার৷ সে গল্প অনেকেই জানেন না৷ এখন আর রন্ধনপ্রেমী হিসেবে বিশেষ উচ্চবাচ্যও করেন না তিনি৷ কিন্তু কথায় রয়েছে, রক্ত কথা বলে৷ এতদিনে প্রমাণ মিলেছে তার৷
advertisement

ছেলে আরভ যে দারুণ রান্না করে সেকথা ইনস্টাগ্রামে জানিয়ে দিলেন মা টুইঙ্কল৷ গোটা পরিবারের জন্য দারুণ ফোর কোর্স ডিনার বানিয়েছিল ১৭ বছরের আরভ৷ মেনুতে ছিল মাশরুম রিসোতো, মিসো অ্যাভোকাডো, চিকেন স্কিউয়ার্স এবং চকোলেট সুফলে৷

দারুণ লোভনীয় সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অক্ষয় পত্নী টুইঙ্কল৷ দেখুন সেই ছবি,

বাংলা খবর/ খবর/বিনোদন/
জমিয়ে রেঁধেছে ছেলে আরভ, ইনস্টাগ্রামে ছবি দিয়ে লোভ দেখালেন মা টুইঙ্কল