ইতিমধ্যেই তুনিশার প্রেমিক সিজান মহম্মদ খানকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আত্মহত্য়ায় প্ররোচণা দেওয়ার মামলা দায়ের করা হয়। আদালতেও পেশ করা হয়েছে তাঁকে।
তুনিশার সহকর্মী ছিলেন সিজান। একসঙ্গে কাজের সুবাদেই নাকি সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা। শোনা যাচ্ছে, প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পরে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। এ বার সিজানের বিরুদ্ধে বিস্ফোরক তুনিশার কাকা পবন শর্মা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, "সম্পর্কে থাকার সত্ত্বেও ওকে বিশ্বাস করা যেত না। ও অন্য মেয়েদের সঙ্গে কথা বলত। তাদের সঙ্গে যোগাযোগ রাখত। এ সব কারণে তুনিশা অবসাদগ্রস্ত হয়ে পড়ছিল।"
advertisement
আরও পড়ুন : বড়দিনের বড় ধামাকা! বাবা-ছেলের যুগলবন্দির ভিডিও শেয়ার করলেন প্রসেনজিৎ, সঙ্গে ইনি কে?
আরও পড়ুন : হলুদ শাড়ি, গায়ে হলুদের ছোঁয়া! পৌষে বাড়ির বিয়ের অনুষ্ঠানে মাতলেন ঋতাভরী, দেখুন ছবি
তুনিশার কাকার অভিযোগ, দিন কয়েক আগেও নাকি তাঁর ভাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন সিজান। তিনি বলেন, "গত ১৬ ডিসেম্বর ও জানতে পারে সিজান ফের ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এর পর অ্যাংজাইটি অ্যাটাক হয়।"
পবনের দাবি, তুনিশার ভাল বন্ধু ছিলেন সিজান। সেই বন্ধুত্বই পরবর্তীতে প্রেমে পরিণত হয়। ১৫ দিন আগে সিজান নাকি তুনিশার সঙ্গে সম্পর্ক ভেঙে দেন। অভিনেত্রীকে তিনি জানিয়েছিলেন, তাঁর জীবনে অন্য কারও আগমন ঘটেছে। "পেশাগত জীবনে তুনিশা সফল। সিজান এ রকম কিছু না করে থাকলে ও এ রকম চরম সিদ্ধান্ত কেন নিল?", প্রশ্ন তুলেছেন তুনিশার কাকা।
ধারাবাহিক এবং বড় পর্দায়, দুই মাধ্যমেই কাজ করেছেন তুনিশা। 'ফিতুর', 'বার বার দেখো', 'কহানি ২'-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ‘আলি বাবা: দাস্তান -এ কাবুল’ ধারাবাহিকে দেখা যাচ্ছিল তাঁকে।