তুনিশার দেহকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই সেই রিপোর্ট এসেছে। জানা গিয়েছে, গলায় ফাঁস লাগানোয় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তাঁর।
অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর পর গুঞ্জন রটে তিনি অন্তঃসত্ত্বা। তবে আদৌ তা মিথ্যা। তুনিশার দেহে কোনও আঘাতের চিহ্নও পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে খবর, শনিবার ওয়াশরুম গিয়েছিলেন তুনিশা। দীর্ঘ সময়ের জন্য সেখান থেকে ফেরেননি তিনি। এর পর দরজা খুলে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। অভিনেত্রীর মৃত্যু নিয়ে তাঁর প্রেমিক সিজান খানকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর বিরুদ্ধে তুনিশাকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয় সিজানকে।
advertisement
আরও পড়ুন : বড়দিনের বড় ধামাকা! বাবা-ছেলের যুগলবন্দির ভিডিও শেয়ার করলেন প্রসেনজিৎ, সঙ্গে ইনি কে?
আরও পড়ুন : হলুদ শাড়ি, গায়ে হলুদের ছোঁয়া! পৌষে বাড়ির বিয়ের অনুষ্ঠানে মাতলেন ঋতাভরী, দেখুন ছবি
তুনিশার সহকর্মী ছিলেন সিজান। একসঙ্গে কাজের সুবাদেই নাকি সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা। শোনা যাচ্ছে, প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পরে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। এ বার সিজানের বিরুদ্ধে বিস্ফোরক তুনিশার কাকা পবন শর্মা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, "সম্পর্কে থাকার সত্ত্বেও ওকে বিশ্বাস করা যেত না। ও অন্য মেয়েদের সঙ্গে কথা বলত। তাদের সঙ্গে যোগাযোগ রাখত। এ সব কারণে তুনিশা অবসাদগ্রস্ত হয়ে পড়ছিল।"