২৪ ডিসেম্বর মৃত্য় হয় তুনিশার। ধারাবাহিকের মেকআপ রুমে মেলে তাঁর নিথর দেহ। এর পর ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়। সোমবার রাতে সব নিয়মকানুন মেনে অভিনেত্রীর মরদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সারা রাত মীরা রোডের একটি মর্গে রাখা হয় সেটি। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ হবে শেষকৃত্য।
জানা গিয়েছে, মৃত্যুর আগের কয়েক ঘণ্টা প্রেমিক সিজান খানের সঙ্গে কাটিয়েছিলেন তুনিশা। সেই চরম পদক্ষেপ করার আগে একসঙ্গে মধ্যাহ্নভোজও সারেন তাঁরা।
advertisement
আরও পড়ুন : এ এক অন্য বড়দিন! বাগান বাড়ির 'চড়ুইভাতি'তে শুভশ্রীকে আদরে ভরিয়ে দিলেন রাজ
আরও পড়ুন : বড়দিনের বড় ধামাকা! বাবা-ছেলের যুগলবন্দির ভিডিও শেয়ার করলেন প্রসেনজিৎ, সঙ্গে ইনি কে?
তুনিশার সহকর্মী ছিলেন সিজান। একসঙ্গে কাজের সুবাদেই নাকি সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা। তুনিশার পরিবারের দাবি, প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পরে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী।
ইতিমধ্যেই তুনিশার প্রেমিক সিজান মহম্মদ খানকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আত্মহত্য়ায় প্ররোচণা দেওয়ার মামলা দায়ের করা হয়। আদালতেও পেশ করা হয়েছে তাঁকে।