TRENDING:

সোনার গুঁড়ো দেওয়া কফি খেলেন সঞ্জয় দত্তের মেয়ে, দাম জানলে চমকে যাবেন!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডের স্টার কিডদের নিয়ে মাতামাতির অন্ত নেই ৷ তবে, এই স্টারকিডকে নিয়ে তেমন একটা মাতামাতি দেখা যায় না ৷ কে তিনি ? তিনি হলেন সঞ্জয় দত্ত ও তাঁর প্রথম স্ত্রীর রিচা শর্মার মেয়ে ত্রিশলা ৷ বাবা একজন নামী অভিনেতা হলেও, লাইমলাইটের আড়ালেই থেকে গিয়েছেন তিনি ৷
advertisement

তবে, ইদানীং সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ হয়ে উঠেছেন ত্রিশলা ৷ ইনস্টাগ্রামে তাঁর লক্ষ লক্ষ ফলোয়ার ৷ ত্রিশলার জীবনে কী ঘটছে, সে কথা নিজের ফলোয়ারদের জানাতে ভোলেন না তিনি ৷

দুবাইতেই থাকেন ত্রিশলা ৷ সেখানেই তাঁর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন সঞ্জয় দত্ত, মান্যতা এবং তাঁদের দুই যমজ সন্তান ৷ দুবাইয়ের বিভিন্ন স্থানের ছবি ছাড়াও ত্রিশলা সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক কাপ কফির ছবি পোস্ট করেন ৷ যা একটি রুপোর প্লেটে সার্ভ করা হয়েছিল ৷ ছবির ক্যাপশন থেকে জানা যাচ্ছে, সেই কফিতে ২৪ ক্যারাট সোনার গুঁড়ো মেশানো ছিল ৷ কফির সঙ্গে দেওয়া হয়েছিল কয়েকটা খেজুর আর ডার্ক চকোলেটও ৷ ত্রিশালা ওই ছবির ক্যাপশনে লেখেন, ‘24K gold dusted cappuccino’ ৷

advertisement

যা দেখেই ফলোয়ারদের মধ্যে কৌতুহল কয়েক গুণ বেড়ে গিয়েছিল ৷ ২৪ ক্যারাট সোনার গুঁড়ো মেশানো এক কাপ কফির দাম কত, তা নিয়ে প্রশ্ন করতে থাকেন ফলোয়াররা ৷ যদিও সে কথা জানাননি ত্রিশলা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ওই ক্যাপুচিনো কফি দুবাইয়ের অ্যামিরেটস প্যালেসে বলে খেয়েছিলেন বলে জানা যায় ৷ যা দেখে পরে খোঁজ খবর করে জানা যায় যে, সোনার গুঁড়ো দেওয়া এক কাপ কফির দাম নাকি ১ হাজার ৩০০ টাকা ৷ আর সেই কফি নাকি পাওয়া যায় একমাত্র দুবাইয়েই ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
সোনার গুঁড়ো দেওয়া কফি খেলেন সঞ্জয় দত্তের মেয়ে, দাম জানলে চমকে যাবেন!