TRENDING:

সোনার গুঁড়ো দেওয়া কফি খেলেন সঞ্জয় দত্তের মেয়ে, দাম জানলে চমকে যাবেন!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডের স্টার কিডদের নিয়ে মাতামাতির অন্ত নেই ৷ তবে, এই স্টারকিডকে নিয়ে তেমন একটা মাতামাতি দেখা যায় না ৷ কে তিনি ? তিনি হলেন সঞ্জয় দত্ত ও তাঁর প্রথম স্ত্রীর রিচা শর্মার মেয়ে ত্রিশলা ৷ বাবা একজন নামী অভিনেতা হলেও, লাইমলাইটের আড়ালেই থেকে গিয়েছেন তিনি ৷
advertisement

তবে, ইদানীং সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ হয়ে উঠেছেন ত্রিশলা ৷ ইনস্টাগ্রামে তাঁর লক্ষ লক্ষ ফলোয়ার ৷ ত্রিশলার জীবনে কী ঘটছে, সে কথা নিজের ফলোয়ারদের জানাতে ভোলেন না তিনি ৷

দুবাইতেই থাকেন ত্রিশলা ৷ সেখানেই তাঁর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন সঞ্জয় দত্ত, মান্যতা এবং তাঁদের দুই যমজ সন্তান ৷ দুবাইয়ের বিভিন্ন স্থানের ছবি ছাড়াও ত্রিশলা সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক কাপ কফির ছবি পোস্ট করেন ৷ যা একটি রুপোর প্লেটে সার্ভ করা হয়েছিল ৷ ছবির ক্যাপশন থেকে জানা যাচ্ছে, সেই কফিতে ২৪ ক্যারাট সোনার গুঁড়ো মেশানো ছিল ৷ কফির সঙ্গে দেওয়া হয়েছিল কয়েকটা খেজুর আর ডার্ক চকোলেটও ৷ ত্রিশালা ওই ছবির ক্যাপশনে লেখেন, ‘24K gold dusted cappuccino’ ৷

advertisement

যা দেখেই ফলোয়ারদের মধ্যে কৌতুহল কয়েক গুণ বেড়ে গিয়েছিল ৷ ২৪ ক্যারাট সোনার গুঁড়ো মেশানো এক কাপ কফির দাম কত, তা নিয়ে প্রশ্ন করতে থাকেন ফলোয়াররা ৷ যদিও সে কথা জানাননি ত্রিশলা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

ওই ক্যাপুচিনো কফি দুবাইয়ের অ্যামিরেটস প্যালেসে বলে খেয়েছিলেন বলে জানা যায় ৷ যা দেখে পরে খোঁজ খবর করে জানা যায় যে, সোনার গুঁড়ো দেওয়া এক কাপ কফির দাম নাকি ১ হাজার ৩০০ টাকা ৷ আর সেই কফি নাকি পাওয়া যায় একমাত্র দুবাইয়েই ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
সোনার গুঁড়ো দেওয়া কফি খেলেন সঞ্জয় দত্তের মেয়ে, দাম জানলে চমকে যাবেন!