কিন্তু এই দৃশ্য দেখে কী প্রতিক্রিয়া ছিল নায়িকার মা-বাবার? সেকথাও এক সাক্ষাৎকারে জানিয়েছেন তৃপ্তি। ছবির একটি দৃশ্যে রণবীরের সঙ্গে নগ্ন হয়ে অভিনয় করতে হয়েছিল তাঁকে। এক বিনোদনমূলক ওয়েবসাইটের সঙ্গে কথা বলার সময় তৃপ্তি জানিয়েছেন, এমন দৃশ্যে মেয়েকে দেখে চমকে উঠেছিলেন তাঁর অভিভাবকরা। অভিনেত্রীর কথায়, ‘আমার মা-বাবা কিছুটা হতভম্ব হয়ে গিয়েছিলেন। তাঁরা বলেছেন, আমরা এমন কিছু কোনও সিনেমায় কখনও দেখিনি। আর তুমি সেটাই করেছ!’ দৃশ্যটির ধাক্কা সামলাতে তাঁদের সময় লেগেছিল। তবে তাঁরা এটা মেনেও নিয়েছেন। কিন্তু জানিয়েছেন, অভিভাবক হিসেবে কেমন প্রতিক্রিয়া তাঁদের হয়েছে।’
advertisement
আরও পড়ুন: গলায় রণবীরের কামড়ের দাগ, বেডসিন বিতর্ক, রশ্মিকাকে হাটিয়ে জাতীয় ‘ক্রাশ’ এখন তৃপ্তি দিমরি! চেনেন?
তৃপ্তি বলেছেন, ‘আমি ওঁদের বলেছি, আমি কোনও অন্যায় করিনি। এটা আমার কাজ। আর আমি সেটা নিরাপদ ও আরামদায়ক ভাবেই করেছি। আমার এতে কোনও সমস্যাই হয়নি। আমি একজন অভিনেত্রী এবং নিজের চরিত্রের প্রতি একশো শতাংশ সৎ থেকে কাজটা করেছি।’ চারিদিকে কথা হচ্ছে ‘অ্যানিমাল’ ছবিটি নিয়ে। রণবীর কাপুরের অভিনয়, ছবির প্লট, পরিচালকের চিন্তাভাবনা নিয়ে বিতর্কের মাঝে একমুঠো ঠান্ডা বাতাস তৃপ্তি দিমরি।
আরও পড়ুন: ঠোঁট-শরীর স্পর্শ করার আগে তৃপ্তিকে বার বার রণবীর একটাই প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন…
রণবীরের সঙ্গে নগ্ন-সাহসী দৃশ্য থেকে নিজের গ্ল্যামারাস উপস্থিতিতে অ্যানিমাল ছবিতে আলাদা করে নজর কেড়েছেন তিনি। নায়িকার জনপ্রিয়তা বেড়েছে রাতারাতি। সকলেই খুঁজছেন তিনি কে? শুধু স্ক্রিন প্রেজেন্সেই নজর কাড়েননি। রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য়েও বিছানায় জ্বেলেছেন আগুন। কামের সমুদ্রেই বিতর্কের সুনামি! উনত্রিশ বছরের উত্তরাখণ্ডের সুন্দরী বেডসিন বিতর্কে মুখ খুললেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F