TRENDING:

Trina Saha: ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি তৃণা, থাইল্যান্ড যাওয়ার পথে পড়লেন বিপদে! ক্ষোভে ফেটে পড়লেন অভিনেত্রী

Last Updated:

থাইল্যান্ড যেতে গিয়ে বিপদে পড়লেন তৃণা সাহা। বাংলা টেলিভিশনের অতন্ত্য পরিচিত মুখ তৃণা। কাজে সূত্রেই অভিনেত্রী যাচ্ছিলেন থাইল্যান্ডে। কিন্তু তার আগেই বিপাকে পড়লেন বিমানবন্দরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: থাইল্যান্ড যেতে গিয়ে বিপদে পড়লেন তৃণা সাহা। বাংলা টেলিভিশনের অতন্ত্য পরিচিত মুখ তৃণা। কাজে সূত্রেই অভিনেত্রী যাচ্ছিলেন থাইল্যান্ডে। কিন্তু তার আগেই বিপাকে পড়লেন বিমানবন্দরে। এক বিমানকর্মীর আচরণে ক্ষুদ্ধ নায়িকা। পুরো ঘটনার ভিডিও স্যোশাল মিডিয়ায় শেয়ার করে বিমান সংস্থার বিরুদ্ধে রীতিমতো নিজের ক্ষোভ উগড়ে দিলেন তিনি।
advertisement

তৃণা শেয়ার করা ভিডিওতে দেখা যায় গিয়েছে, এক বিমান সংস্থার কর্মীর সঙ্গে রীতিমত বচসা চলছে, বেশ কয়েকজন যাত্রীর। ভিডিওটি ইনস্ট্রাগ্রামে পোস্ট করে তৃণা লিখলেন, ‘এই ভিডিওটা একটা ছোট্ট প্রমাণ। বিমান সংস্থা আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ৫ ঘণ্টা ধরে বসিয়ে রেখেছিল। বিমানের বোর্ডিং নিয়ে কোনও ঘোষণাও করা হয়নি। কিন্তু এই কাজের জন্য তাঁরা ক্ষমা তো চাননি। তার ওপর এক কর্মী যাত্রীদের সঙ্গে ক্রমাগত খারাপ করেছে। এমনকী আমাদের এক বোতল জলও দেওয়া হয়নি। যারা কাজের জন্য থাইল্যান্ড যাচ্ছেন তাঁদের কতকখানি সমুল।ও শ্রম নষ্ট হল। এই ধরনের আচরণ কি সত্যিই কাম্য?”

advertisement

আরও পড়ুন: ২৭ বছর পর কামব্যাক! বড়পর্দায় চিরঞ্জিৎ-ইন্দ্রাণী ফের জুটি বাঁধতে চলেছেন, ‘লুপে’-এ ফিরছেন তাঁরা

নয়িকা সরাসরি বিমান কর্তৃপক্ষকে প্রশ্ন ছুঁড়ে দেন, ‘এই ধরনের আচরণের বিরুদ্ধে কী পদক্ষেপ নিচ্ছেন আশা করি সেটা জানানো হবে!”

আরও পড়ুন: শুরু হয়েছে বাবলির কাজ, তার মাঝেই রাজের ছবি শেয়ার করে স্যোশাল মিডিয়ায় একী লিখলেন শুভশ্রী!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আড়াই বছরের শিশুর কাণ্ড বিজ্ঞানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে! কীভাবে এমন সম্ভব?
আরও দেখুন

এই পোস্টের আগে তিনি বিমানবন্দর থেকে একটি ভিডিও পোস্ট করেছিলেন। বর্তমানে অভিনেত্রীকে ‘লাভ বিয়ে আজকাল’ মেগার মূল চরিত্র ‘শ্রাবন’-এর ভূমিকায় দেখা যায়।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Trina Saha: ভয়ঙ্কর ঘটনার মুখোমুখি তৃণা, থাইল্যান্ড যাওয়ার পথে পড়লেন বিপদে! ক্ষোভে ফেটে পড়লেন অভিনেত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল