তৃণা শেয়ার করা ভিডিওতে দেখা যায় গিয়েছে, এক বিমান সংস্থার কর্মীর সঙ্গে রীতিমত বচসা চলছে, বেশ কয়েকজন যাত্রীর। ভিডিওটি ইনস্ট্রাগ্রামে পোস্ট করে তৃণা লিখলেন, ‘এই ভিডিওটা একটা ছোট্ট প্রমাণ। বিমান সংস্থা আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ৫ ঘণ্টা ধরে বসিয়ে রেখেছিল। বিমানের বোর্ডিং নিয়ে কোনও ঘোষণাও করা হয়নি। কিন্তু এই কাজের জন্য তাঁরা ক্ষমা তো চাননি। তার ওপর এক কর্মী যাত্রীদের সঙ্গে ক্রমাগত খারাপ করেছে। এমনকী আমাদের এক বোতল জলও দেওয়া হয়নি। যারা কাজের জন্য থাইল্যান্ড যাচ্ছেন তাঁদের কতকখানি সমুল।ও শ্রম নষ্ট হল। এই ধরনের আচরণ কি সত্যিই কাম্য?”
advertisement
আরও পড়ুন: ২৭ বছর পর কামব্যাক! বড়পর্দায় চিরঞ্জিৎ-ইন্দ্রাণী ফের জুটি বাঁধতে চলেছেন, ‘লুপে’-এ ফিরছেন তাঁরা
নয়িকা সরাসরি বিমান কর্তৃপক্ষকে প্রশ্ন ছুঁড়ে দেন, ‘এই ধরনের আচরণের বিরুদ্ধে কী পদক্ষেপ নিচ্ছেন আশা করি সেটা জানানো হবে!”
আরও পড়ুন: শুরু হয়েছে বাবলির কাজ, তার মাঝেই রাজের ছবি শেয়ার করে স্যোশাল মিডিয়ায় একী লিখলেন শুভশ্রী!
এই পোস্টের আগে তিনি বিমানবন্দর থেকে একটি ভিডিও পোস্ট করেছিলেন। বর্তমানে অভিনেত্রীকে ‘লাভ বিয়ে আজকাল’ মেগার মূল চরিত্র ‘শ্রাবন’-এর ভূমিকায় দেখা যায়।