TRENDING:

এবার বৈশাখেই দুর্গাপুজো, পুরোহিত অরিন্দম শীল

Last Updated:

দুর্গার ভরসায় অরিন্দম। না মা দুর্গা নয়, তিনি পর্দার দুর্গা অর্থ‍্যাৎ সোহিনি সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দুর্গার ভরসায় অরিন্দম। না মা দুর্গা নয়, তিনি পর্দার দুর্গা অর্থ‍্যাৎ সোহিনি সরকার। টান টান উত্তেজনার আবারও এক থ্রিলার উপহার দিতে চলেছেন পরিচালক অরিন্দম শীল। তবে এবারে থ্রিলারের মোড়কে রয়েছে এক বাঙালি পরিবারের অন্দরমহলের চাপানউতোর। ছবি মুক্তি পাবে নববর্ষে, সম্প্রতি মুক্তি পেল ছবির ট্রেলার।
advertisement

বনেদি বাড়ির দুর্গা পুজোতে ঘটে এক দুর্ঘটনা, সেখান থেকে শুরু গল্প যা সময়ে সময়ে নেবে নতুন মোড়। তবে গোটা ছবি জুড়ে থাকছে বাঙালি ফিল। যা এই মুহুর্তে হারিয়ে যাচ্ছে বাংলা ছবি থেকে। ছবির নাম ভূমিকায় থাকছেন সোহিনি। একেবারে অন‍্য লুকে এই ছবিতে দেখা যাচ্ছে তাকে। এই ছবি নিয়ে অভিনেত্রী নিজেও অত‍্যন্ত কনফিডেন্ট। অরিন্দম শীল আর থ্রিলার কোথাও যেন একার্থক। পরিচালকের দাবী সম্পূর্ণটাই দর্শকদের চাহিদায়।

advertisement

ছবিতে নেগেটিভ চরিত্রে দেখা যাবে অনির্বানকে। তনুশ্রীর স্বামীর চরিত্রে থাকছেন ইন্দ্রাশিষ। দুজনেই উচ্ছ্বসিত এই ছবিতে কাজ করতে পেরে। ছবি মুক্তি পাবে আঠাশে এপ্রিল। পারিবারিক এই থ্রিলার হলে লোক টানতে যে সক্ষম হবে,তা নিয়ে আশাবাদী সকলে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
এবার বৈশাখেই দুর্গাপুজো, পুরোহিত অরিন্দম শীল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল